মন কষাকষি অতীত! শেষদিন সৌমিতৃষাকে বুকে টানলেন আদৃত, ভাইরাল ‘সিধাই’ মোমেন্ট
শেষ হয়েছে ‘মিঠাই’-এর পথচলা। টিভির পর্দায় আগামি কয়েকদিন মোদক পরিবারের দেখা মিললেও, বুধবারই এই সিরিয়ালের শ্যুটিং পর্ব মিটেছে। গত বছর নভেম্বর মাস থেকে ‘মিঠাই’ শেষ হওয়ার গুঞ্জন টেলিপাড়ায়, অবশেষে প্রায় আড়াই বছরের সফরে ইতি টানল মোদক পরিবার। শেষদিন চোখ ছলছল সবার।
শেষদিন ভক্তদেরও বেজায় মন খারাপ। একরাশ মন খারাপ নিয়েই এদিন ভারতলক্ষ্মী স্টুডিওয় ভিড় জমিয়েছিল মিঠাই ফ্যানেরা। দিনভর দফায় দফায় চলল ফটোশ্যুট, উপহার নেওয়ার পালা। বুধবার গভীর রাত পর্যন্ত ভারতলক্ষ্মী স্টুডিওতেই ছিলেন ‘মিঠাই’-এর কলাকুশলীরা, সকল অনুরাগীর আবদার পূরণ করেছেন। চলেছে কেক কাটিং পর্ব। তবে সবকিছুকে ছাপিয়ে গেল শেষ মুহূর্তটা! বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার ঠিক আগে সৌমিতৃষাকে কাছে টেনে নিলেন আদৃত। ‘সিধাই’ জুটি পর্দায় সুপারহিট, যদিও বাস্তবে আদৃত-সৌমিতৃষার সম্পর্কের সমীকরণ নিয়ে কম কানাঘুষো শোনা যায় না। অফ-ক্যামেরা পরস্পরের সঙ্গে একদম স্বচ্ছন্দ নন তাঁরা, এমনটাই গুঞ্জন। যদিও সৌমিতৃষা বরাবরই আদৃতকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন।
মঙ্গলবার মিডিয়ার ক্যামেরার সামনে সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছিল আদৃত-সৌমিতৃষাকে, এদিন পরস্পরকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন আগামির জন্য। ভারত লক্ষ্মী স্টুডিও-র বাইরে ‘সিধাই’-এর আলিঙ্গন ছিল গোটা দিনের হাইলাইট। দেবের নায়িকা হিসাবে ‘প্রধান’-এ দেখা যাবে সৌমিতৃষাকে। নতুন ইনিংসের জন্য কো-স্টারকে শুভেচ্ছা জানান আদৃত। বলেন, ‘অল দ্য বেস্ট টু হার… ও যেটা করছে সেটা ভালো করে করুক। একদম সঠিক মানুষদের সঙ্গে ও কাজ করছে, অনেক গাইডেন্স পাবে’।
গত কয়েকমাসে একসঙ্গে ইন্টারভিউ দেননি আদৃত-সৌমিতৃষা। এদিন অবশ্য একসাথে মিডিয়ার মুখোমুখি দু’জনে। মিঠাইরানি বলেলন, ‘আমাদের সবাই এতো ভালোবাসা দিয়েছো। আমরা এককভাবে যখন কাজ করব তখনই এতটাই ভালোবাসা চাইব। আদৃতকেও অনেক শুভকামনা’।
ভবিষ্যতে ফের একসঙ্গে দেখা যাবে আদৃত-সৌমিতৃষাকে? এই মিলিয়ন ডলার প্রশ্নের উত্তরও ‘হুড়হড়’ করে দিলেন উচ্ছেবাবু ও তাঁর তুফানমেল। আদৃত বললেন, ‘কী হয়, আমরা দু’জন এইরকম একটা শো করেছি। তারপর এইরকম কোনও শো আসলে নিশ্চয় করব।’ একগাল হেসে সৌমিতৃষার জবাব, ‘সিধাই যতটা আমাদের আর তোমাদের মধ্যে যে প্রভাব ফেলেছে, আমাদের পরবর্তী প্রোজেক্ট তো তার চেয়েও বেশি প্রভাব ফেলবে তেমন হতে হবে, যাতে তোমরা (মিডিয়াকর্মীরা) রোজরোজ ছুটে আসো। তেমন প্রোজেক্ট যখনই পাবো একদম ছুটে গিয়ে হুড়হুড় করে সাইন করে ফেলব’। এরপর ‘জয় গোপাল’ ধ্বনিতেই ইতি টানলেন সিদ্ধার্থ মোদক ও মিঠাই মোদক। এই সিরিয়াল শেষ হলেও ‘সিধাই’ জুটি যে চিরকাল অনুরাগীদের মনের মণিকোঠায় থেকে যাবে তা বলাই বাহুল্য।
For all the latest entertainment News Click Here