মন্নতের উঁচু ব্যালকনি থেকে দেখা যাচ্ছে গোটা মুম্বই, আপেল হাতে ছবি পোস্ট গৌরীর
বলিউডের বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। সম্প্রতি, মুম্বইয়ে রাজপ্রাসাদসম বাড়ি ‘মন্নত’-এর ব্যালকনিতে বসে ছবি শেয়ার করলেন ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান। এক নামী আপেলের ব্র্যান্ডের প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। মান্নাতের বারান্দায় বসে বই পড়ছেন তিনি।
ছবিতে গৌরীর সামনে এক বাটি লাল টুকটুকে আপেল রাখা। সাদা টপ এবং গোপালী ব্লেজার পরে দেখা মেলে গৌরীর। হাতে আপেল ধরে একমনে বাইয়ের দিকে তাকিয়ে কাজে ব্যস্ত তিনি। ছবিতে ‘মন্নত’-এর ব্যালকনির পিছন থেকে মুম্বই শহরের সৌন্দর্য নজরে পড়ছে।
শাহরুখ খানের এই বিলাসবহুল বাংলোর মূল্য কোটি টাকা। অনুরাগীরা ‘মন্নত’-এর অন্দরের এক ঝলক পেতে আগ্রহী। গৌরীর ছবির কমেন্ট সেকশনে ভালোবাসা এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
পেশায় ইন্টেরিয় ডিজাইনার গৌরী খান। শাহরুখ খানের প্রোডাকশন হাউস রেজ চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত তিনি। প্রসঙ্গত, গতকালই নতুন ঘোষণা সেরেছেন শাহরুখ। মুকুটে নতুন পালক। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলিউডের বাদশা। ওটিটি-তে পা রাখতে চলেছেন তিনি।
টুইটে শাহরুখ লিখেছেন, ‘কুছ কুছ হোনে ওয়ালা হ্যায় ওটিটি কি দুনিয়া ম্যায়’। যার বাংলা তর্জমা করলে হয় , ‘ওটিটি দুনিয়ায় কিছু একটা হতে চলেছে।’ নিজের ছবি পোস্ট করে উজ্জ্বল হরফে লেখা, ‘এসআরকে প্লাস’। কিং খান ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় হইচই পড়ে গিয়েছে।
টুইটে কীসের ইঙ্গিত দিলেন অভিনেতা? নতুন ছবি? ওটিটি প্ল্যাটফর্ম? ওয়েব সিরিজ? যদিও এ বিষয় এখনও ধোঁয়াশা বজায় রাখা হয়েছে। তবে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্ট সূত্রে খবর, এটা কোনও ওয়েব প্ল্যাটফর্ম বা ওয়েব সিরিজ নয়। সম্পূর্ণ ঘোষণার জন্য অপেক্ষা করতেই হবে।
For all the latest entertainment News Click Here