মন্ধানার দুরন্ত ইনিংস, আমান্ডার ঘূর্ণিতে টানা তিন ম্যাচে জয় সাউদার্ন ব্রেভের
শুভব্রত মুখার্জি: চলতি দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় বেশ ভালো ফর্মে রয়েছেন বাঁ-হাতি ভারতীয় ওপেনার ব্যাটার স্মৃতি মন্ধানা। বৃহস্পতিবার মূলত তাঁর ইনিংসে ভর করেই দ্য হান্ড্রেডে তাদের টানা তৃতীয় ম্যাচেও জয় পেল সাউদার্ন ব্রেভ। এদিন মহিলা দ্য হান্ড্রেডের ম্যাচে সাউদার্ন ব্রেভ হারাল ম্যাঞ্চেস্টার অরিজিনালসকে। এদিন ব্রেভের হয়ে দারুণ শুরু করেন মন্ধানা এবং ড্যানি ওয়াট। তাদের জুটিতে ভর করেই ১৩৬ রান করে ব্রেভরা। জবাবে ব্যাট করতে নেমে আমান্দার লেগ স্পিনের ঘূর্ণিতে ধরাশায়ী হয়ে যায় অরিজিনালসরা।
আরও পড়ুন… The Hundred: ২৫ বলে ১০টি বাউন্ডারি মারলেন স্মৃতি মন্ধনা, রান পেলেন না জেমিমা
এদিন প্রথমে ব্যাট করে সাউদার্ন ব্রেভ। নির্ধারিত ১০০ বলে তারা করে ১৩৬ রান। দলের হয়ে দুরন্ত শুরু করেন স্মৃতি মন্ধানা এবং ড্যানি ওয়াট। ২৫ বলে ৪৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন স্মৃতি মন্ধানা। দলের সর্বোচ্চ স্কোরারও তিনি। ২৪ বলে ৩১ রান করেন ওয়াট। সোফি ডাঙ্কলে ২৫ এবং মাইয়া বাউচার ২৩ রান করে দলকে পৌঁছে দেন ১৩৬ রানে। অরিজিনালসদের হয়ে সোফি একেলস্টোন ২ টি উইকেট নেন।
আরও পড়ুন… মহিলাদের IPL নিয়ে প্রশ্ন, স্মৃতির মুখে এক গাল হাসি- ভিডিয়ো
জয়ের জন্য ১৩৭ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়েছিল ম্যাঞ্চেস্টারের। ৪৬ রান ওঠে ওপেনিং জুটিতে। ওপেনার লিজেল লি ১৬ বলে ২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অপর ওপেনার এম্মা ল্যাম্ব ৪৫ বলে করেন ৫৭ রান। তবে এরপরেই কার্যত তাসের ঘরের মতন ভেঙে পড়ে অরিজিনালসের ব্যাটিং লাইন আপ। আমান্ডার লেগ স্পিনেই বাজিমাত হয়। ২৭ রান দিয়ে ৩ টি উইকেট নেন তিনি। লরেন বেল নেন দুটি উইকেট। ফলে ১২৭ রানেই আটকে যায় ম্যাঞ্চেস্টার। এর ফলে পরপর তিন ম্যাচে জয় পেল মন্ধানার সাউদার্ন ব্রেভ।
For all the latest Sports News Click Here