‘মন্ত্রী হয়ে পাকিস্তান সফরে কবে আসছ?’:ভাজ্জিকে শুভেচ্ছা জানিয়ে প্রশ্ন শোয়েবের
শুভব্রত মুখার্জি: যে সময় তারা ক্রিকেট খেলতেন সেই সময় ২২ গজে দুজনের সম্পর্ক যে খুব ভাল ছিল না তা আর বলার অপেক্ষা রাখে না। ২২ গজে প্রায়শই একে অপরের বিরুদ্ধে কঠিনতম লড়াইয়ে মুখোমুখি হতেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার এবং ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। সম্প্রতি তিনি পঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদ হওয়ার লক্ষ্যে আম আদমি পার্টির হয়ে নমিনেশানও জমা দিয়েছেন। আর তার পরেই তার উদ্দেশ্যে কিছুটা মজার ছলেই শোয়েবের প্রশ্ন ‘মন্ত্রী হয়ার পরে কবে আসছ পাকিস্তান সফরে?’
প্রসঙ্গত এই বছরেই ভাজ্জি জানিয়ে দিয়েছিলেন তিনি সবধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। ফলে এবারের আইপিএলেও খেলছেন না তিনি। প্রাক্তন অফ স্পিনারকে তার রাজনৈতিক ক্যারিয়ারের বিষয়ে শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব আখতার। আর তার পরেই পুরনো বন্ধুর সঙ্গে কিছুটা মজার ছলে ছুঁড়ে দিয়েছেন তার প্রশ্ন। কয়েকদিন আগেই শোয়েব জানিয়েছিলেন তিনি আইপিএলের নিলাম বিস্তারিতভাবে ফলো করেছেন। কারণ তিনি দেখতে চেয়েছিলেন কত টাকা এর সঙ্গে যুক্ত রয়েছে।
আগেই অবসর ঘোষণার কারণে এবারের নিলামে ছিলেন না হরভজন সিং। শোয়েব লেখেন ‘হরভজন তোমাকে শুভেচ্ছা। মন্ত্রী হয়ে কবে আসছ পাকিস্তান সফরে? আইপিএলের নিলামে কত টাকা জড়িত রয়েছে সেটা জানার জন্য আমি তা ফলো করি। বিষয়টি খুব ভাল যে ভারতীয়রা তাদের বিভিন্ন দলকে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারে পর্যন্ত বিক্রি করতে সমর্থ হয়েছে। এটা খুব ভাল যে নবীন ক্রিকেটাররা বিপুল পরিমাণ অর্থ পাচ্ছে। আমার ভাজ্জির জন্য কিছুটা খারাপ লাগছে।’
For all the latest Sports News Click Here