মনোকিনিতে মলদ্বীপে ‘বোল্ড’ সুস্মিতা, ভক্তের মন্তব্য, ‘এটা আমাদের মিস ইউনিভার্স’
মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। নেটমাধ্যমে একাধিক ছবিও শেয়ার করেছেন তিনি। সুস্মিতাকে পরবর্তীতে ওয়েব সিরিজ ‘আর্যা’র তৃতীয় সিজনে দেখা যাবে। ২০২৩ সালে ওই ওয়েব সিরিজ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
তাকালে দূর দূরান্ত পর্যন্ত জলরাশি, হোটেলে রুমে সংলগ্ন ব্যক্তিগত সুইমিং পুলের জলে গা ভাসিয়ে সুস্মিতা সেন। নির্জন দ্বীপে ছুটি কাটানোর ঝলক উঠে এসেছে নায়িকার নেটমাধ্যমের পাতায়। ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি তোমাকে জানতে চাই… তুমি আমার জীবনের ভালোবাসা’। আরও পড়ুন: ছবি: কলকাতায় ‘ব্রাউন’ ছবির জন্য করিশ্মা, শোভাবাজার কুমোরটুলিতে সারলেন শ্যুটিং
অভিনেত্রীর শেয়ার করে এই ভিডিয়ো দেখে পোস্টে কমেন্টের বন্যা। এক নেটিজেন লিখেছেন, ‘এটা আমাদের মিস ইউনিভার্স’, অপর এক নেটিজেন লিখেছেন, ‘একটি কারণে মিস ইউনিভার্স।’ কারও মন্তব্য, ‘লাইভ লাইফ কিং সাইজ’। অন্য একজনের মন্তব্য, ‘একটি সত্যিকারের রত্ন’।
পুলের পাশে পোজ দিয়ে মনোকিনি পরে সুস্মিতা। নেটমাধ্যমে আরও একটি ছবি শেয়ার করেছেন তিনি। এমনই মলদ্বীপ ভ্রমণের একাধিক ছবি শেয়ার করেছেন সুস্মিতা সেন। দুই মেয়ে রেনে এবং আলিশাকে নিয়ে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন বলি সুন্দরী।
১৯৯৪ সালে ‘মিস ইউনিভার্স’ হয়েছিলেন সুস্মিতা। বিশ্বের ৭৭টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। একই বছর ‘মিস ওয়ার্ল্ড’ হয়েছিলেন ঐশ্বর্য রায় বচ্চন। আপাতত ছুটির মেজাজে বঙ্গ তনয়া।
For all the latest entertainment News Click Here