‘মনে হয় নাচ নয়, অ্যারোবিক্স দেখছি’, বলিউডের হাল দেখে ব্যথিত আশা পারেখ
ভারতীয় সংস্কৃতিকে আর পর্দায় ফুটিয়ে তোলে না বলিউড। নাচের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে একই রকম অন্তঃসারশূন্যতা। বর্তমান সময়ে ইন্ডাস্ট্রির পরিস্থিতি চাক্ষুষ করে এমনই মনে করছেন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ।
অভিজ্ঞ অভিনেত্রী তো বটেই, পাশাপাশি একজন প্রতিভাবান ধ্রপদী নৃত্যশিল্পী হিসেবেও বিখ্যাত আশা। তাঁর কথায়, ‘আমরা নিজেদের নাচের সংস্কৃতি ভুলে গিয়েছি। আমরা পাশ্চাত্যের নৃত্য নকল করার চেষ্টা করছি। আমরা যে ধরনের নাচ দেখছি, সেটা আমাদের নিজস্ব শৈলীর নয়। কখনও কখনও মনে হয়, নাচ নয়, অ্যারোবিক্স করা হচ্ছে। দেখে খুব কষ্ট হয়।’
আশা মনে করছেন, বর্তমান সময়ের পরিচালকদের শুধুমাত্র সঞ্জয় লীলা বনশালী ভারতীয় সংস্কৃতিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন। তাঁর কথায়, ‘ও আলাদা। ওর কাজে নিজেদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা চোখে পড়ে।’
(আরও পড়ুন: দ্রৌপদীর থেকে দাদাসাহেব নিলেন আশা পারেখ, সেরা অভিনেতা অজয়, শুভেচ্ছাবার্তা মোদীর)
মাত্র ১০ বছরেই অভিনয়ে হাতেখড়ি হয় আশার। পরিচালক বিমল রায়ের ‘মা’ ছবিতে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এর পর ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ই তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। নাসির হুসেন পরিচালিত ছবি ‘দিল দেকে দেখো’-র হাত ধরে নিজেকে অন্য ভাবে মেলে ধরেছিলেন আশা। সেই ছবিতে শাম্মি কাপুরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। এর পর ‘যব পেয়ার কিসি সে হোতা হ্যায়’, ‘তিসরি মঞ্জিল’, ‘পেয়ার কা মওসম’-এর মতো একাধিক সফল ছবি আসে তাঁর ঝুলিতে। সম্প্রতি ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পান অভিনেত্রী।
For all the latest entertainment News Click Here