‘মনে হয় না যে বিরাট অসুস্থ ছিল, একটু কাশি হচ্ছিল’, অনুষ্কার দাবি খারিজ রোহিতের?
শুভব্রত মুখার্জি
আমদাবাদে বর্ডার-গাভাসকার ট্রফির চতুর্থ টেস্টে দুরন্ত শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে দীর্ঘদিন বাদে শতরান করেছেন বিরাট। ১,২০৫ দিন বাদে অসাধারণ শতরানের ইনিংস খেলার সময়ে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন না বিরাট? এমন প্রশ্ন বিভিন্ন মহলে উঠে এসেছে। বিরাট-পত্নী অনুষ্কা শর্মার করা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জল্পনা আরো বেশি বৃদ্ধি পায়। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং করার সময়ে বিরাট কোহলির যে কাশি হচ্ছিল, সে কথা জানিয়েছেন রোহিত শর্মা।
চতুর্থ টেস্টে ১৮৬ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এটি আবার বিরাটের ৭৫ তম শতরান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্কা শর্মা লেখেন, ‘নিজের শরীর খারাপ নিয়েই ধৈর্য ধরে খেলেছে বিরাট। আমায় বরাবর অনুপ্রেরণা জোগায়।’ অনুষ্কার এই পোস্টে উদ্বিগ্ন হয়ে ওঠেন বিরাটের ভক্তরা। অনেকেই তারকার শরীরের অবস্থার বিষয়ে খোঁজ নেন। দিনের খেলা শেষ হওয়ার পরে বিরাটের সঙ্গে দীর্ঘক্ষণ জুটি বেঁধে খেলা অক্ষর প্যাটেলকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল।
তার উত্তরে অক্ষর জানিয়েছিলেন, ‘আমি সত্যিই জানি না। যেভাবে ও দৌড়াচ্ছিল উইকেটের মধ্যে, তাতে আমার মনে হয়নি যে বিরাট অসুস্থ রয়েছে। ওই রকম গরমে দারুণ একটা পার্টনারশিপ গড়েছে। বেশ ভালো দৌড়েছে। বিরাটের সঙ্গে ব্যাট করাটা বেশ উপভোগ করেছি।’ ভারত ২-১ ফলে বর্ডার-গাভাসকার ট্রফি জয়ের পরে ভারত অধিনায়ক রোহিতকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। রোহিত জানিয়েছেন, ‘আমার মনে হয় না বিরাট অসুস্থ ছিল। ও মাঝে মাঝে একটু কাশি হচ্ছিল। তবে শারীরিকভাবে আমি মনে করি না খুব একটা খারাপ অবস্থায় ছিল ও।’
For all the latest Sports News Click Here