‘মনে হয় ও রোমান্টিক’, ছোট্ট ভক্তের মনে ধরেনি পাঠান, কী বুদ্ধি দিলেন শাহরুখ?
পাঠান ক্রেজ এখনও জারি আছে দেশজুড়ে। দুই সপ্তাহ হয়ে গেল দেখতে দেখতে এই ছবি মুক্তি পেয়েছে তবুও যেন দর্শকদের মুখ থেকে পাঠান নাম যাচ্ছেই না। কম বেশি সকলেরই এই ছবি ভালো লেগেছে। দর্শক থেকে সমালোচক সকলেই এই ছবির প্রশংসা করেছেন। কিন্তু একি এবার এক খুদে দর্শক জানাল তার নাকি পাঠান ভালো লাগেনি! এবার দেখবি তো দেখ সেই ভিডিয়ো খোদ শাহরুখ দেখেছেন। তিনি কেবল দেখেননি তাতে নিজের মতামত জানিয়েছেন।
অভিষেক কুমার নামক এক ব্যক্তি টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে একটি ছোট্ট শিশুকে দেখা যায়। তাকে যখন প্রশ্ন করা হয়, ‘অহনা কী ছবি দেখতে গিয়েছিল?’ সেই এক রত্তি আধো আধো কথায় উত্তর দেয়, ‘পাঠান।’ এরপর যখন তাকে আবার জিজ্ঞেস করা হয়, ‘ তোমার ভালো লেগেছে ছবিটা?’ সে বলে ‘না।’
এই ভিডিয়ো আবার রিটুইট করেন কিং খান। তিনি ভিডিয়োটি পোস্ট করে লেখেন, ‘ ওহ হো! আরও বেশি করে খাটতে হবে! এবার ড্রয়িং বোর্ডে ফিরে যেতে হবে। ছোট্ট দর্শকটিকে তো আর হতাশ করতে পারি না।’ তিনি আরও লেখেন এই পোস্টে, ‘দেশের যুবসমাজের প্রশ্ন যখন।’
শাহরুখ খান তাঁর এই পোস্টে একটি পরামর্শ দেন। তিনি বলেন, ‘ওকে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে দেখান। হয়তো ও রোমান্টিক ভীষণ। শিশুদের নিয়ে কিচ্ছু বলা যায় না।’
শাহরুখের এই উত্তর ব্যাপক ভাইরাল হয়েছে। কিং খানের উত্তর দেওয়ার ধরন, তাঁর বুদ্ধি বরাবর সবার নজর কেড়ে এসেছে। এবারও তার অন্যথা হল না।
গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে পাঠান। এই ছবিতে বাদশাহকে র-এর এজেন্টের ভূমিকায় দেখা গিয়েছিল। এই ছবির হাত ধরে তিনি চার বছর পর বড় পর্দায় ফিরে আসেন। তাঁকে শেষবার তার আগে ২০১৮ সালে জিরো ছবিতে দেখা গিয়েছিল।
শাহরুখ ছাড়াও এখানে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে দেখা যায়। সঙ্গে আশুতোষ রানা এবং ডিম্পল কাপাডিয়া ছিলেন। এটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজনা করেছে যশ রাজ ফিল্মস।
For all the latest entertainment News Click Here