‘মনে হয়েছে জীবনটা শেষ করেদি…’, নতুন শুরুর আগে কার উদ্দেশে খোলা চিঠি শ্রীলেখার?
ওঠা-পড়ার নাম জীবন। পেশাদার জীবনের পাশাপাশি ব্যক্তিগতজীবনেও অনেক ঝড়-ঝাপটার সাক্ষী থেকেছেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়াতে নিজের মনের কথা সোজাসুজিভাবে পেশ করতে অভিনেত্রীর জুরি মেলা ভার। এর জন্য অনেক সময়ই বিতর্কে জড়ান শ্রীলেখা, কিন্তু সে-সব নিয়ে বিশেষ ভাবেন না অভিনেত্রী। শুক্রবার নতুন পথে পা বাড়ালেন শ্রীলেখা, তার আগে ফেসবুকে জীবনকে (Life) খোলা চিঠি লিখলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।
জীবনের উদ্দেশে খোলা চিঠিতে অভিনেত্রী লেখেন, ‘আমার দিকে ছুড়ে দেওয়া তোমার চ্যালেঞ্জগুলো বুঝে উঠতে বেশ সময় লেগেছে। পড়ে গিয়েছে, চোট লেগেছে, ভেবেছি তুমি আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। কখনও কখনও মনে হয়েছে (সেকেন্ডের ভগ্নাংশের জন্য়) জীবনটা শেষ করেদি। আসলে তখন মনে হয়েছিল আমার পক্ষে কিছুই কাজ করছে না। কিন্তু তারপর তুমি হাসলে আর আমার মধ্যে একটা ইতিবাচক মনোভাব ঢুকিয়ে দিলে, ধীরে ধীরে আমি নিজেকে খুঁজে পেলাম এবং জীবনের রিস্ক আর চ্যালেঞ্জগুলোকে আলিঙ্গন করেছি।’
বেশ কয়েক বছর আগেই নিজের প্রযোজনা সংস্থা Pawsome প্রোডাকশন খুলেছেন শ্রীলেখা। এই প্রযোজনা সংস্থার আওতায় ‘এবং ছাদ’-এর মতো স্বল্প দৈর্ঘ্যের ছবিও তৈরি করেছেন শ্রীলেখা। পরিচালক হিসাবে শুরু করেছেন তিনি নতুন ইনিংস। দেশে-বিদেশের একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে সমাদৃত হয়েছে এই শর্টফিল্ম। এদিন নতুন শুরুর আগে নাভার্স শ্রীলেখা।
শুক্রবার শ্রীলেখার পরিচালনায় তৈরি একটি বিজ্ঞাপন মুক্তি পেল। আর সেই বিজ্ঞাপন ভার্চুয়াল দুনিয়ার বন্ধুদের সামনে তুলে ধরবার আগে একইসঙ্গে উত্তেজিত এবং চিন্তিত শ্রীলেখা। একটি ট্রাভেল এজেন্সির জন্য বিজ্ঞাপনটি তৈরি করেছেন পরিচালক শ্রীলেখা। বিজ্ঞাপন জুড়ে রয়েছে জীবনের সূক্ষ্ম অনুভূতি আর সম্পর্কের মজবুত বন্ধন। প্রথম মাইনে হাতে পেয়ে ছেলেবেলায় ঠাকুমাকে দেওয়া কথা রাখতে উদ্যোগী নাতনি। এয়ারোপ্লেনে চাপিয়ে ঠাকুমাকে নিয়ে বিদেশ ভ্রমণে যাবে সে, এমনই মনছোঁয়া গল্প উঠে এসেছে শ্রীলেখার লেখা বিজ্ঞাপনে। অভিনেত্রী শ্রীলেখার নতুন অবতারে মুগ্ধ নেটপাড়া। নেটিজেনরা প্রশংসা করছেন তাঁর নয়া প্রয়াসের। আগামির জন্য শুভকামনা জানিয়েছেন অভিনেত্রীকে।
For all the latest entertainment News Click Here