‘মনে হত, কেউই তো আপন নয়, কাকে বলব! আত্নহত্যার কথা ভেবেছিলাম’, অকপট কপিল শর্মা
‘আমারও একসময় মনে হয়েছিল পাশে কেউ নেই। আমিও সেসময় মানসিক সমস্যার মধ্যে কাটিয়েছি, মনে হত কেউই তো নিজের নয়। সেসময় আমার মাথাতেও আত্মহত্যার কথা এসেছিল’। কথাগুলি কৌতুকশিল্পী কপিল শর্মার। সম্প্রতি কাটিয়ে ওটা মানসিক অবসাদ নিয়ে এভাবেই মুখ খুলেছেন ‘কমেডিয়ান’, অভিনেতা কপিল।
কমেডিয়ান হিসাবে সাফল্য পেয়েছেন। তবে একটা সময় করিয়ার নিয়ে বেশ খারাপ সময়ের মধ্য়ে যেতে হয়েছিল কপিলকেও। ২০১৫ সালে ‘কিস কিসকো প্যায়ার করু’নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন কপিল শর্মা। তবে ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। এরপর কমেডিয়ান বন্ধু সুনীল গ্রোভারের সঙ্গে ঝামেলায় জড়াল কপিল। তারপর থেকে একের পর এক সমস্যার মধ্যে কাটিয়েছেন। নানান বিতর্কেও জড়িয়েছেন। সম্প্রতি জীবনের সেই পর্যায়ে মানসিক অবসাদে ভোগার বিষয়ে মুখ খুলেছেন কপিল।
কপিলের কথায়, ‘পাবলিক ফিগার হিসাবে মনুষকে বিনোদন দেওয়াই কাজ। মনুষকে হাসাবেন, তবে যখন বাড়ি ফিরবেন, তখন একেবারে একা। আপনি স্বাভাবিক জীবন-যাপনও করতে পারবেন না। না পারবেন সমুদ্রের ধারে ঘুরে বেড়াতে, আবার থাকে দু’কামরার ফ্ল্যাটে, তাই বাড়িতে ফেরার পর পুরোটাই অন্ধকার। সেটা যে কী খারাপ অভিজ্ঞতা বলে বোঝানোর উপায় নেই। সেসময় আমারও একবার আত্মহত্যার কথা মাথায় এসেছিল। মনে হত পাশে কেউ নেই। নিজের অনুভূতি কাউকে বলার মতোও মানুষ নেই। তবে সেময়ই প্রথম মানসির অবসাদ এসেছিল, তেমনটাও নয়, এই অবসাদ ছোটবেলাতেও আমায় গ্রাস করেছিল। হতে পারে কেউ খেয়াল করেননি।’
কপিল জানান, ‘ পরবর্তী সময় টাকা রোজগার করতেই বাড়ির বাইরে আসা, এদিকে বিয়েও হয়নি। তাই বাড়িতে ফিরে পুরো একা। কাজের জায়গায় আশেপাশের লোকজনের ঠিক কী উদ্দেশ্য তা আপনি বুঝতেও পারবেন না। একজন শিল্পী যদি সংবেদনশীল হয়, তাহলে তাঁকে বোকা ভাবা হয়।’
প্রসঙ্গত খুব শীঘ্রই নন্দিতা দাস পরিচালিত ছবি ‘জুইগাটো’তে দেখা যাবে কপিল শর্মাকে। সেখানে লডডাউনে কাজ হারানো ‘ডেলিভারি বয়’-এর ভূমিকায় অভিনয় করছেন কৌতুকশিল্পী। ১৭ মার্চ মুক্তি পাচ্ছে ছবিটি।
For all the latest entertainment News Click Here