মনীষার করা একমাত্র গোলে জর্ডনকে হারাল ভারত
শুভব্রত মুখার্জি: জর্ডনে সময়টা বেশ ভাল যাচ্ছে ভারতীয় মহিলা ফুটবল দলের। জর্ডনের মাটিতে ভারত দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল। ১-০ গোলে জর্ডনকে হারাল ভারত। দলের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন মনীষা। মনীষার করা গোলে ভর করেই জর্ডনের বিরুদ্ধে জয় তুলে নিল ‘ব্লু টাইগ্রেসরা’।
প্রিন্স মহম্মদ স্টেডিয়ামে ভারত তাদের ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল জর্ডনের। উল্লেখ্য এর আগের ম্যাচে ওই ১-০ ব্যবধানেই ইজিপ্টকে (মিশর) হারিয়েছিল ভারতীয় দল। এবার সেই এক স্কোরলাইনেই জর্ডন বধ সম্পন্ন করল তারা। ম্যাচের প্রথম থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। দুই দল একাধিক সুযোগও তৈরি করে ফেলে। যদিও কার্যত একটি সুযোগ ছাড়া আর কোনও সুযোগ কাজে লাগাতে পারেনি কোনও দল।
ম্যাচের প্রথম সুযোগ পেয়েছিল ভারত। রতনবালা দেবীর ক্রস থেকে মনীষা হেড করে বল গোলের দিকে পাঠালেও তা সেভ করে দেন জর্ডনের গোলরক্ষক। ম্যাচে বেশ ভাল পারফরম্যান্স করেছেন ভারতীয় গোলরক্ষক অদিতি চৌহান। বেশ কিছু ভাল সেভ করে তিনি ভারতের পতন রুখতে সক্ষম হন। ম্যাচের ৩০ মিনিটের মাথায় অঞ্জু তামাঙ্গ এবং মনীষা বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে পারেননি। প্রথমার্ধে কোনও দল গোল করতে না পারার ফলে দুই দল বিরতিতে যায় ০-০ অবস্থায়। বিরতি থেকে ফেরার পরে ম্যাচের ৪৮তম মিনিটে ভারতের হয়ে প্রথম এবং ম্যাচের একমাত্র গোলটি করে ব্যবধান গড়ে দেন মনীষা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারতীয় কোচ থমাস ডেনেরবাই প্যায়ারি জাকাকে নামান উইঙ্গার সন্ধিয়া রঙ্গনাথানের পরিবর্তে। মনীষার বাঁ পায়ের গোলার মতন শট জর্ডনের নেটের টপ কর্নার দিয়ে গোলে ঢুকে যায়। এরপর দুই দল গোল করার একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার কারণে ম্যাচ ভারতের পক্ষে শেষ হয় ১-০ ফলে।
For all the latest Sports News Click Here