মনীশ মালহোত্রার বাড়িতে কার কোমর জড়িয়ে কে হাজির? দিওয়ালির আগে গসিপের ছড়াছড়ি
আজ এই পার্টি তো কাল ওই পার্টি। বলিউডের সেলেবরা একের পর এখ পার্টিতে ঘুরে বেড়াচ্ছেন রোজই। কিন্তু এর মধ্যেই ঘটে গেল বলিউডের সবচেয়ে বড় দিওয়ালি পার্টি। বলিউডের সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়িতে। সেখানে হাজির ছিলেন বলিউডের একের পর এক তাবড় তারকা।
প্রতি বছরই মনীশ মালহোত্রার বাড়িতে দিওয়ালির আগে পার্টির আয়োজন করা হয়। হাজির হয়ে যান হলিউডের সুপারস্টারেরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। অভিষেক-ঐশ্বর্য, ক্যাটরিনা-ভিকি, সিদ্ধার্থ-কিয়ারার মতো অনেকেই সেখানে হাজির হলেন। তার পাশাপাশি এলেন এমন যুগলও, যাঁদের নিয়ে জোর চর্চা হল সোশ্যাল মিডিয়ায়।
বলিউডের সেরা ফ্যাশন ডিজাইনারদের মধ্যে একেবারে প্রথম দিকেই আসবে মনীশ মালহোত্রার নাম। তাঁর বাড়ির পার্টিতে যাওয়ার জন্য বলিউড সেলিব্রিটিরাও নিজেদের সেরা পোশাকে সাজার চেষ্টা করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। দেখে নেওয়া যাক, তারই কিছু ঝলক।
মনীশ মালহোত্রার এই দিওয়ালি পার্টিতে শ্বেতা নন্দা, নভ্যা নাভেলি নন্দা, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, সুহানা খান, কার্তিক আরিয়ানের পোশাক অনুরাগীদের বিরাট আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মাধুরী দীক্ষিত এবং ডাঃ শ্রীরাম নেনে, ডায়না পেন্টি, জ্যাকি ভগনানি, আথিয়া শেঠি, জেনেলিয়া এবং রীতেশ দেশমুখ হাজির হয়েছিলেন মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে। এর পাশাপাশি ছিলেন আরও অনেকে। তাঁদের উপস্থিতি আরও রঙিন করে তুলল পার্টি।
মণীশ মালহোত্রার পার্টিতে ব্লাশ পিঙ্ক এবং সিলভার লেহেঙ্গা সেটে সেজে হাজির হয়েছিলেন নোরা ফাতেহি। তাঁর ছবিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হল।
এসেছিলেন সারা আলি খান এবং ইব্রাহিম আলি খানও। তাঁদের সাজ পোশাকও নজর কাড়ল আলোকচিত্রীদের।
হাজির হয়েছিলেন অভিষে-ঐশ্বর্য, জাহ্নবী কাপুর, ভিকি-ক্যাটরিনার মতো অনেকেই। এর বাইরে নজর ছিল এক জুটির উপর।
সিদ্ধার্থ-কিয়ারাকে নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তবে তাঁদের পাশাপাশি সকলের নজর কেড়ে নিল অন্য এক জুটি।
অনন্যা এবং কুণালের ছবি তোলার জন্য ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। তাহলে কি এই দু’জনের মধ্যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে? বলিউডে তেমনই গুঞ্জন।
For all the latest entertainment News Click Here