মধুমিতা কি জাতিস্মর? নারায়ণপুরে গিয়েই কোন কাণ্ড বাঁধালেন তিনি?
জাতিস্মর ফিরছে। না, বড়পর্দায় নয়। কিংবা এটা প্রসেনজিৎ-যিশু-স্বস্তিকার জাতিস্মর বা তার সিক্যুয়েল নয়। বরং একদমই আলাদা গল্প তাও ওয়েব মাধ্যমের জন্য। ২০১৪ সালে মুক্তি পাওয়া এই ছবিটি দারুণ জনপ্রিয় হয়েছিল। প্রাক স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী বর্তমান সময়ের দুইয়ের মিশেল এক জাতিস্মরের গল্পে দারুণ ভাবে ধরা পড়েছিল। সেখানে প্রসেনজিৎকে দেখা গিয়েছিল জাতিস্মরের চরিত্রে। তবে এই ওয়েব সিরিজে মধুমিতাকে দেখা যাবে জাতিস্মরের চরিত্রে। এই সিরিজটির পরিচালনা করেছেন সানি ঘোষ রায়।
এই সিরিজে কোন গল্প উঠে আসবে?
এই সিরিজের মূল চরিত্রে হিসেবে রয়েছেন একজন নারী। নাম রূপকথা। তিনি পেশায় ফটোগ্রাফার তিনি একটি কাজের জন্য নারায়ণপুর জমিদার বাড়িতে যাবেন। কিন্তু একি! গিয়ে তাঁর মনে হতে থাকে তিনি যেন এই বাড়ির, বাড়ির সঙ্গে জড়িত সমস্ত মানুষকে, তাঁদের গল্পকে, ইতিহাসকে জানেন, চেনেন। কিন্তু সেটা কী ভাবে সম্ভব! এই একটা ঘটনাই তাঁর গোটা জীবন যেন পাল্টে দেয়। এখানেই প্রশ্ন উঠে আসে তবে কি আদতেই রূপকথা একজন জাতিস্মর? তাঁর গতজন্মের সমস্ত কথা মনে আছে? এটার উত্তর তো সিরিজ থেকেই মিলবে। এখানে রূপকথার চরিত্রে দেখা যাবে মধুমিতাকে।
এখানে রহস্যের আভাস থাকবে। মধুমিতা তাঁর গতজন্মের বদলা নেবেন কিনা সেটাই এখন দেখার।
এই সিরিজে মধুমিতার সঙ্গে তাঁর বিপরীতে দেখা যাবে রোহন ভট্টাচার্যকে। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী সহ একাধিক অভিনেতা, অভিনেত্রীকে। আগামী ২১ এপ্রিল এই সিরিজ মুক্তি পেতে চলেছে। হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ।
কিছুদিন আগেই হইচই এর তরফে একগুচ্ছ নতুন সিরিজের ঘোষণা করা হয়েছে সেখানেই এই সিরিজের নাম ছিল।
তবে খালি জাতিস্মর নয়, শ্রীকান্ত ২ সিরিজেও তাঁকে দেখা যাবে। এই সিরিজে মুখ্য ভূমিকায় থাকবেন ঋষভ বসু। অভিনেত্রী থাকবেন অভয়ার চরিত্রে। অভিনেত্রী নিজেই তাঁর এই আগামী কাজের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন।
তবে কেবল ওয়েব সিরিজ নয়, অভিনেত্রীকে আগামীতে চিনি ২ ছবিতেও দেখা যাবে। সেখানে আবার তিনি এবং অপরাজিতা আঢ্য জুটি বাঁধবেন। এই ছবিটা চিনি ১ এর সিক্যুয়েল নয়। এখানে তাঁরা মা মেয়ের বদলে অসমবয়সী বন্ধুর চরিত্রে অভিনয় করবেন। মৈনাক ভৌমিক এই ছবির পরিচালনা করবেন। প্রসঙ্গত, মধুমিতা সরকার আপাতত হাসপাতালে। তাঁর সদ্যই অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে। সদ্যই তিনি একটি প্রজেক্টের কাজ শেষ করেছেন। এরপরই একদিন আচমকা পেট ব্যথা শুরু হওয়ায় হাসপাতালে ভর্তি হন। তখনই এটা ধরা পড়ে এবং অপারেশন হয়।
For all the latest entertainment News Click Here