মধুমিতার সঙ্গে বিয়ে ভাঙায় কি কেরিয়ারও থমকে গিয়েছিল? কী বলেন সৌরভ
বয়স বাড়লে আর মানুষ চট করে প্রেমে পড়তে পারে না। জীবন সম্পর্কে এমনই উপলব্ধি সৌরভ চক্রবর্তীর। তাই এখন তিনি প্রেম থেকে বহু দূরে। সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন অভিনেতা-পরিচালক। জানিয়েছেন, তাঁর জীবনের আগামী পরিকল্পনার কথাও।
(আরও পড়ুন: ‘ওহ! লাভলি’, বন্দুক হাতে মদন মিত্র, কিন্তু সন্তু-নিধির প্রেমের কী হবে?)
অভিনেতা হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু তার পরে ধীরে ধীরে কমেছে অভিনয়ের পরিমাণ। বেড়েছে পরিচালনা। এক সময়ে তাঁর পরিচালিত বেশ কয়েকটি সিরিজ জনপ্রিয় হয়েছিল। এরই মধ্যে জনপ্রিয় হয়েছে ‘রাজনীতি’ নামের একটি সিরিজও। তার দ্বিতীয় পর্বও আসছে বলে শোনা যাচ্ছে। সে সম্পর্কে জানতে চাওয়া হলে সৌরভ জানান, কথা চলছে। তবে যত ক্ষণ না শ্যুটিং শুরু হচ্ছে এই বিষয়টি নিয়ে নিশ্চিত করে বসতে তিনি রাজি নন।
(আরও পড়ুন: ঋদ্ধি নয়, ঋতব্রতর প্রেমে পড়লেন সুরঙ্গনা, জীবনের ‘সহচরী’ হয়ে উঠবেন কি তাঁরা?)
একটা দীর্ঘ সময় তিনি ‘হইচই’ নামক ওটিটি মাধ্যমের সঙ্গে কাজ করা থেকে দূরে ছিলেন। সম্পর্ক খারাপ? এই সম্পর্কে জানতে চাওয়া হলে সৌরভ বলেন, তাঁর নিজের এমন কিছু জানা নেই। যদিও ইন্ড্রাস্ট্রিতে গুঞ্জন যেহেতু তাঁর প্রাক্তন স্ত্রী মধুমিতা সরকার এসভিএফ-এর সঙ্গে বেশ কয়েকটি কাজ করেছেন, এবং এই প্রযোজনা সংস্থার সঙ্গে মধুমিতার সম্পর্ক ভালো, তাই নাকি সংস্থার সঙ্গে দূরত্ব বেড়েছিল সৌরভের। যদিও তিনি নিজে সে কথা মানতে চাননি।
(আরও পড়ুন: ঝগড়া করে ফ্লোর ছেড়েছেন তৃণা সাহা, প্রযোজক রুদ্রনীলের প্রশ্ন ‘এই আর্থিক ক্ষতির দায় কে নেবে?’)
বিয়ে ভাঙার কারণে কি কেরিয়ারে তার প্রভাব পড়ে? সে কথাও মানতে নারাজ সৌরভ। এত বড় ব্রেক প্রসঙ্গে তাঁর মত, মাঝে তিনি তাঁর ইউটিউব চ্যানেলের কাজে ব্যস্ত ছিলেন। সেই কারণেই অন্য কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেননি। কারণ তাঁর পক্ষে একসঙ্গে একাধিক কাজ করা সম্ভব নয়। ইউটিউবে দর্শক বিনা পয়সায় বেশির ভাগ জিনিস দেখতে পান। সেখানে কি আদৌ বাণিজ্য সম্ভব? এই প্রসঙ্গে সৌরভের মত, তাঁরা কাজটি শুরু করেছেন। আগামী দিনে বুঝতে পারবেন কোথায় গিয়ে দাঁড়িয়েছেন।
(আরও পড়ুন: ‘লোকে শুধু তাঁকে শুভশ্রীর বর বলেই চেনেন!’ সুন্দরবনে গিয়ে বুঝলেন রাজ চক্রবর্তী)
আগামী দিনে আরও বেশ কয়েকটি সিরিজের পরিকল্পনা তাঁর আছে। এমনই আভাস পাওয়া গিয়েছে এই সাক্ষাৎকারে। সৌরভ বলেছেন, তবে এ সব কিছুর পরেও অনিশ্চয়তা তাঁর কাছে হাতঘড়ির মতোই। সেটি পরেই তাঁকে রোজ বাড়ি থেকে বেরোতে হয়।
For all the latest entertainment News Click Here