মধুবালাকে বিয়ের জন্য নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন কিশোর কুমার? আসল সত্যিটা জানুন
ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সুন্দরী এবং দক্ষ অভিনেত্রী ছিলেন মধুবালা। তাঁর রূপে মুগ্ধ ছিলেন তারকা থেকে লক্ষ লক্ষ মানুষ। ভারতের অন্যতম সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম মধুবালা। মাত্র ৩৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মুঘল-ই-আজম নায়িকা।
মৃত্যুর কয়েক বছর আগে, কিংবদন্তি গায়ক কিশোর কুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মধুবালা। গুজব রটেছিল, মধুবালাকে বিয়ে করার জন্য নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন কিশোর কুমার। মধুবালার বোন মধুর ভূষণ এ বিষয় মুখ খুললেন প্রয়াত সুপারস্টারকে নিয়ে। জানিয়েছেন, কিশোর কুমার কখনই নিজের ধর্ম পরিবর্তন করেননি।
মধুবালার আসল নাম ‘মুমতাজ জেহান বেগম দেহলভি’। লন্ডনে চিকিৎসার জন্য রওনা হওয়ার আগে ১৯৬০ সালে কিশোর কুমারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী।
আরও পড়ুন: Miss India 2022: কর্ণাটকের সিনির মাথায় উঠল তাজ, নতুন ভারত সুন্দরীর পরিচয় জানেন?
ইটাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মধুবালার বোন মধুর জানিয়েছেন, ‘অনেকেই বলে কিশোর কুমার মধু দিদিকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু এর মধ্যে কোনও সত্যতা নেই। তিনি একজন হিন্দু ছিলেন এবং তিনি হিন্দু থেকেই প্রয়াত হয়েছেন। আমাদের পরিবারে যাঁরা বিয়ে করেছে তাঁদের কেউই তাঁদের ধর্ম পরিবর্তন করেনি।’
আরও পড়ুন: ইংলিশ চ্যানেলে গিয়ে স্ত্রীকে ঠেসে ধরে চুমু খেলেন সইফ! ছবি শেয়ার করলেন করিনা
মধুবালার বোন মধুর ভূষণ একজন হিন্দু পঞ্জাবিকে বিয়ে করেছেন। প্রয়াত অভিনেত্রীর অপর এক বোন চঞ্চলও একজন পঞ্জাবিকে বিয়ে করেছিলেন। তাঁদের দুই বোন আলতাফ এবং কানিজ পার্সি ঘরে বিয়ে বসেছিলেন।
১৯৬৯ সালে মৃত্যুর সময়কাল পর্যন্ত কিশোর কুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন মধুবালা। ১৯৬০ সাল থেকে লন্ডনে চিকিৎসা চলছিল অভিনেত্রীর। ২ বছর ঠিকঠাক থাকার পর, টানা ৯ বছর শয্যাশায়ী ছিলেন।
১৯৪২ সালে শিশুশিল্পী হিসেবে ‘বসন্ত’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন মধুবালা। এরপর ‘নীল কমল’ (১৯৪৭) ছবির মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে ডেবিউ। ভারতীয় মেরিলিন মনরো এবং বলিউডের ট্র্যাজেডি কুইন নামেও পরিচিত মধুবালা। তাঁর ঝুলিতে সেরা ছবিগুলির মধ্যে রয়েছে মুঘল-ই-আজম, মিস্টার অ্যান্ড মিসেস ‘৫৫, চলতি কা নাম গাড়ি, হাফ টিকিট, হাওড়া ব্রিজ, কালা পানি এবং বারসাত কি রাত।
For all the latest entertainment News Click Here