‘মদ খেয়ে বউকে মার’ বিনোদ কাম্বলির, দায়ের FIR, ‘মারার চেষ্টা ব্যাট দিয়েও’
মদ খেয়ে স্ত্রী’কে মারধরের অভিযোগ দায়ের হল বিনোদ কাম্বলির বিরুদ্ধে। অভিযোগ, রান্নার প্যানের হ্যান্ডেল ছুড়ে স্ত্রী’কে মারেন প্রাক্তন ক্রিকেটার। ব্যাট দিয়েও মারতে উদ্যত হন বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় আপাতত কাউকে গ্রেফতার করা হয়নি। ইতিমধ্যে মুম্বইয়ের বান্দ্রা পুলিশের কাছে মেডিক্যাল রিপোর্ট জমা দিয়েছেন বিনোদের স্ত্রী। নিজের বয়ান রেকর্ড করেছেন।
বান্দ্রা পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে পুলিশের দ্বারস্থ হন বিনোদের স্ত্রী আন্দ্রেয়া। নিজের বয়ানে তিনি দাবি করেছেন যে বান্দ্রা রিক্লেমেশনে জেডব্লুউএল কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে নিজের বাড়িতে বসে মদ্যপান করছিলেন বিনোদ। তারইমধ্যে মদ খেয়ে গালিগালাজ করতে থাকেন প্রাক্তন ক্রিকেটার। দুই সন্তানের সামনেই মারমুখী হয়ে ওঠেন বলে অভিযোগ করেছেন আন্দ্রেয়া।
অভিযোগপত্রে বিনোদের স্ত্রী দাবি করেছেন, তাঁকে লক্ষ্য করে একটি কুকিং প্যানের ভাঙা হ্যান্ডেল ছুড়ে মারেন প্রাক্তন ক্রিকেটার। যা তাঁর মাথায় লাগে। সেখানেই থামেননি বিনোদ। ব্যাট দিয়েও বিনোদ স্ত্রী’কে মারতে চান বলে অভিযোগ করেছেন আন্দ্রেয়া। তাঁর দাবি, কোনওভাবে হাত দিয়ে বিনোদের সেই চেষ্টা রুখে দেন। বান্দ্রা পুলিশের এক আধিকারিক বলেছেন, ‘ওই ঘটনার পরই দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান আন্দ্রেয়া।’
পুলিশ জানিয়েছেন, বাড়ি থেকে বেরিয়ে চিকিৎসার জন্য বান্দ্রার ভাবা হাসপাতালে যান আন্দ্রেলা। সেখান থেকে থানায় যান। সেখানে নিজের বয়ান রেকর্ড করেন। নিজের মেডিক্যাল রিপোর্টের একটি কপিও জমা দেন বিনোদের স্ত্রী। বান্দ্রা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘বিপজ্জনক অস্ত্র’ দিয়ে আন্দ্রেয়াকে আঘাত করার অভিযোগে প্রাক্তন ক্রিকেটার বিনোদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সেইসঙ্গে ভারতীয় দণ্ডবিধির আওতায় শান্তিভঙ্গের অভিযোগেও মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here