‘মদে চুর হয়ে ১৬ তলা থেকে ঝুলিয়ে দেয়’, MI-তে থাকার সময় ভয়ঙ্কর ঘটনা ফাঁস চাহালের
মদে চুর হয়ে হোটেলের ১৬ তলার ব্যালকনি থেকে তাঁকে ঝুলিয়ে দিয়েছিলেন এক খেলোয়াড়। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজস্থান রয়্যালসের তারকা যুজবেন্দ্র চাহালের। তবে কোন খেলোয়াড় সেই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিলেন, তা জানাননি ভারতের তারকা স্পিনার।
বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের তরফে একটি ভিডিয়ো সামনে আনা হয়, যেখানে চাহাল, রবিচন্দ্রন অশ্বিন এবং করুণ নায়ার নিজেদের জীবনের কঠিন মূহূর্ত তুলে ধরেন। সেখানেই নিজের কেরিয়ারের শুরুর দিকের সেই ঘটনা ফাঁস করেন চাহাল। যে ঘটনা শুনে অশ্বিন এবং করুণও হতবাক হয়ে যান।
কী হয়েছিল সেই ঘটনাটা?
চাহাল বলেন, ‘খুব কম লোকই এই গল্পটা জানেন। আমি কাউকে বলিনি। আজ থেকে সবাই জানতে পারবেন। এটা কখনও বলিনি। ২০১৩ সালের ঘটনা এটা। আমি মুম্বই ইন্ডিয়ান্সে ছিলাম। বেঙ্গালুরুতে ম্যাচ ছিল। তারপর এমনি একটা অনুষ্ঠান ছিল। একজন খেলোয়াড় প্রচুর মদ খেয়েছিল। আমি নামটা নেব না। ও আমায় ফোন করেছিল। দিয়ে বলেছিল, যুজি (চাহালের ডাক নাম) এদিকে চলে যায়।’
তারপর চাহাল বলেন, ‘ও আমায় বাইরে নিয়ে গিয়ে ব্যালকনি থেকে ঝুলিয়ে দেয়। আমার ঘাড়ে হাত ছিল। আমরা ১৫ তম তলে (১৬ তলা) ছিলাম। যদি ওর হাত ছেড়ে যেত (তাহলে আমি পড়ে যেতাম)। ওখানে অনেক লোক ছিলেন। তাঁরা পরিস্থিতি সামলে নেন। আমি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জল খাওয়ানো হয়েছিল। তারপর আমি বুঝেছিলাম যে কোথাও গেলেও কতটা দায়িত্বশীল হওয়া উচিত। এই ঘটনায় মনে হয়েছিল, মরতে মরতে বেঁচে গিয়েছি। তখন একটুও এদিকে-ওদিক হয়ে গেলে আমি পড়ে যেতাম।’
For all the latest Sports News Click Here