মদনের গানের গুঁতোয় অচৈতন্য পিসি সরকারের মেয়ে! ব্যাপারটা কী
মদন মিত্র লাইভে আসা মানেই অনুরাগীদের মন ‘ওহ লাভলি’ হয়ে যাওয়া একেবারে। তিনি নানা সময় নানা ছবি, ভিডিয়ো পোস্ট করতেই থাকেন সোশ্যাল মিডিয়ায়। এদিনও তাঁকে তেমনই একটি ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। চিররঙিন মদন দার পাশে দাঁড়িয়ে আছেন এক সুন্দরী তনয়া। সিংহাসনে বসে আছেন মদন দা তাঁর ঠিক পাশেই সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। তাঁদের দুজনের হাতেই টাকার নোটের তাড়া। কিন্তু একি! বাথটবে মৌবনী সরকার ওভাবে পড়ে আছেন কেন? টাকা ভর্তি বাথটবে অচৈতন্য অবস্থায় পড়ে পিসি সরকার কন্যা। কী হল তাঁর? বিষয়টা ঠিক কী? সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি।
আবার কি কোনও টাকার পাহাড়ের খোঁজ মিলল? মদন মিত্র কে নানা সময়ে নানা রূপে দেখা গেলেও তাঁর এই রূপ যে বড়ই অচেনা। পাশে সুন্দরী, তার সঙ্গে আবার এই কাড়িকাড়ি টাকা ব্যাপারটা কী? কোন ঘটনা সূত্রে তিনি এই বিপুল পরিমাণ অর্থ পেলেন? আসল বিষয় মদন দার প্রোফাইল থেকে জানা না গেলেও বিজেপি নেতা সজল ঘোষ পোস্ট করলেন। তিনি তাঁর টাইমলাইনে এই ভিডিয়ো পোস্ট করে একটি বিশেষ ক্যাপশন দেন। লেখেন, ‘বাংলার তৃণমূল নেতা। জিও মদন দা।’ এই ভিডিয়োতে দেখা যায় সিংহাসনে বসে মদন মিত্র টাকা গুনছেন। তাঁর পাশে দাঁড়িয়ে থাকা তরুণীও টাকা গুনছেন। অন্যদিকে একই সঙ্গে ফ্রেমে দেখা যায় গায়ক অভিজিৎ পালকে। তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ক্যাপশন দিয়ে এক ভিডিয়ো আপলোড করছেন আর সেখানেই একটি টাকা ভর্তি বাথটবে অচৈতন্য অবস্থায় শুয়ে থাকতে দেখা যায় পিসি সরকার কন্যা মৌবনীকে। কী লিখেছিলেন তিনি সেই ক্যাপশনে? ‘বিশেষ সূত্র অনুযায়ী আমাদের লুকানো ক্যামেরায় ধরা পড়েছে বিশিষ্ট ভার্সেটাইল অভিনেত্রী মৌবনী সরকারের টাকার বাথটাবে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা ছবি। কী এমন হল মৌবনী সরকারের? ছবির সত্যতা আমরা যাচাই করিনি। আপনারা প্লিজ খবর নিন।’
জানা গিয়েছে নচিকেতা চক্রবর্তী এই গানটি গেয়েছেন। আর সেই গানের ভিডিয়ো শুট করতে গিয়েই এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি হয়েছে। অর্থাৎ এই মিউজিক ভিডিয়োতে এমনই কোনও এক গল্প ফুটে উঠবে। প্রসঙ্গত এই গানটির নাম ‘টাকার গান’। আর টাকার গানের মিউজিক ভিডিয়োর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবে মদন দা। আর এই ভিডিয়োর টুকরো ক্লিপ বাইরে আসার পরই শুরু হয়েছে কটাক্ষ।
রীতিমত ট্রোলের শিকার হতে হয় মদন মিত্রকে। কেউ লেখেন, ‘আমাদের ট্যাক্সের টাকা এভাবে নয়ছয় করছে।’ কেউ আবার লেখেন, ‘একেবারে খাঁটি বাস্তব পর্দায় দেখছি যে।’
প্রসঙ্গত ‘টাকার গান’ গানটির গীতিকার হলেন অভিজিৎ পাল। সুর দিয়েছেন সৌম্যদীপ হালদার। বরাবর সমাজকে নিয়ে গান বাঁধেন যিনি সেই নচিকেতা তাঁর গলা দিয়েছেন এই গানে। গীতিকার জানিয়েছেন একবার এই গান মুক্তি পেলে সেটা রীতিমত সাড়া ফেলে দেবে বাংলায়। তবে এত টাকার উৎস কী? এই টাকাগুলো কি কালো টাকা? সেই বিষয়ে এখনও কোনও সদুত্তর মেলেনি।
For all the latest entertainment News Click Here