‘মত প্রকাশের স্বাধীনতার পক্ষে’, বাংলায় ব্যান দ্য কেরালা স্টোরি প্রসঙ্গে শত্রুঘ্ন
সোমবারই ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ ঘোষিত হয়েছে পশ্চিমবঙ্গে। মমতা সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সরগরম রাজনৈতিকমহল। গেরুয়া শিবির এই প্রসঙ্গে তৃণমূল নেত্রীকে বিঁধতে ছাড়েনি। বাংলায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’ করমুক্ত ঘোষিত হচ্ছে একের পর এক বিজেপি শাসিত রাজ্যে।
মমতার বন্দ্যোপাধ্যায়ের ছবির উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে সমালোচনার ঝড় সর্বত্র। এই প্রসঙ্গে মুখ খুলে দলের অস্বস্তি বাড়িয়েছেন তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। এবার ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে নিজের মতামত দিলেন বর্ষীয়ান অভিনেতা তথা আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। অভিনেতার সাফ কথা, তিনি বাক স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু তাই বলে ‘রাজ্যের আইন-শৃঙ্খলার বিনিময়ে নয়’।
তৃণমূল সাংসদ বলেন, মত প্রকাশের স্বাধীনতা দেশে সকলের রয়েছে। ই-টাইমসে বর্ষীয়ান অভিনেতা জানান, ‘প্রথম আমি দ্য কেরালা স্টোরি এখনো দেখার সময় পাইনি। এই মুহূর্তে আমি ট্রাভেলিং নিয়ে একটু ব্যস্ত রয়েছি। ব্যস্ততা এতটাই যে মেয়ে সোনাক্ষীর দাহাড় দেখার সময়ও হয়ে ওঠেনি।’ খানিক থেমে তাঁর সংযোজন, ‘একটা কথাই বলব আমি সবসময়ই স্বাধীনচেতা মনোভাব নিয়ে কাজ করার পক্ষে। আমার মনেপ্রাণে বিশ্বাস যে প্রতিটি মানুষের বাকস্বাধীনতা রয়েছে। তবে যদি কোনও ছবি রাজ্যের আইন-শৃৃঙ্খলা বিঘ্নিত করে তাহলে প্রশাসকেরও সেই ছবির স্বাধীনতা খর্ব করার অধিকার রয়েছে’। রাজনৈতিক মহলের দাবি, এক্ষেত্রে শত্রুঘ্ন অনেকটাই ‘সেফ’ খেললেন। দলনেত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ না খুলেও সিনেমার স্বাধীনতার পক্ষে সওয়াল করলেন।
ছবিকে ব্যান করার মমতা সরকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ ‘দ্য কেরালা স্টোরি’র নির্মাতারা। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন জমা দিয়েছেন তাঁরা। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বাংলার সরকারকে, আর্জি টিমের। ছবির প্রযোজক বিপুল শাহ এই প্রসঙ্গে ই-টাইমসকে জানান, ‘কোন রাজনৈতিক দল কী ভাবছে সেটার ভবিষ্যতবাণী করে তো আমি ছবি বানাবো না। সেটা তো তারাই পরিষ্কার করে জানাবে। যদি কোনও রাজ্য সরকার এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করে, সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়ার পরেও তাহলে তাদেরকে নির্দিষ্ট কারণ দেখাতে হবে যে কেন তারা এই নিষেধাজ্ঞা চাপালো’।
সোমবার বিকালে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তিতে দিয়ে জানানো হয়, ‘রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে ‘ দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হল। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে কলকাতাসহ সব জেলাতে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হল। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত’।
For all the latest entertainment News Click Here