মডেল বন্ধুর সঙ্গে ডিনার ডেটে দিশা, চমকে দেওয়ার মতো মন্তব্য টাইগারের বোন কৃষ্ণার
অভিনেতা টাইগার শ্রফ এবং দিশা পাটানির সম্পর্ক ছিল বলিউডে ওপেন সিক্রেট। প্রায়শই ছুটি কাটাতে একসঙ্গে বিদেশ উড়ে যেতেন তাঁরা। একে অপরের বাড়িতেও যাতায়াত ছিল তাঁদের। টাইগারের পরিবারের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল দিশার। বলিউডে কান পাতলে জোর গুঞ্জন, দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন দুজনে। কিন্তু গত বছরই নাকি সেই সম্পর্কে ছেদ পড়েছে।
গত বছরের শেষে দিকে জোর চর্চা, প্রেমে পড়েছেন ‘বাগী ২’ অভিনেত্রী। মডেল আলেকজান্ডার অ্যালেক্সের সঙ্গে প্রায়শই ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাঁকে। নেটমাধ্যমের পাতায় ‘বিশেষ বন্ধু’র সঙ্গে ছবিও শেয়ার করেছেন দিশা। প্রেমের গুঞ্জনের মাঝে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন আলেকজান্ডার। ওই মডেলের কথায়, দিশা তাঁর কাছে পরিবারের মতো।
আরও পড়ুন: বৃন্দাবনের আশ্রমে বিরাট-অনুষ্কা কোলে আগলে খুদে ভামিকাকে, ভাইরাল ভিডিয়ো
সদ্য একসঙ্গে ডিনার করতে গিয়েছিলেন দিশা এবং আলেকজান্ডার। সাম্প্রতিক ইনস্টা পোস্টে, দিশা নিজের পাশাপাশি আলেকজান্ডারের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন। ওই মডেলও অভিনেত্রীর সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন নেটমাধ্যমে। টাইগার শ্রফের বোন কৃষ্ণার সঙ্গে দারুণ বন্ধুত্ব দিশার। কৃষ্ণা দিশার পোস্টে এসে কমেন্টে লিখেছেন, ‘এই ছবির পর ওরা কী লিখবে তা পড়ার অপেক্ষায় রয়েছি।’
বম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আলেকজান্ডার বলেছেন, ‘আমি এটা বুঝি না, লোকে সব কিছু এত ভেবে নেয় কেন? এত চিন্তার দরকার কি অন্যের জীবন নিয়ে? নিজেরা ভালো থাকুন, অন্যদের শান্তিতে জীবনযাপন করতে দিন।’
জানা যায়, ২০২২ সালেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চেয়েছিলেন দিশা পটানি। তার বদলে হয়ে যায় বিচ্ছেদ। প্রেমিক টাইগার শ্রফ নাকি রাজি ছিলেন না। তবে, বিরহের রেশ কাটতে না কাটতেই টাইগারের জীবনে এসেছে নতুন প্রেম। বিচ্ছেদের পর মডেল-অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে টাইগারকে।
এর আগে, কফি উইথ করণ সিজন ৭-এর একটি পর্বে টাইগার শ্রফকে দিশা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। অভিনেতা সাফ জানিয়েছিলেন, ‘আমাদের সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই নানা ধরণের জল্পনা ছিল। তবে আমরা সবসময়ই ভালো বন্ধু ছিলাম। সেই কথা আগেও বলেছি। এখনও আমরা খুব ভালো বন্ধু।’ এরপরেই টাইগার দাবি করেন তিনি সিঙ্গল। আপাতত মডেল বন্ধুর সঙ্গে দিশার সম্পর্কের চর্চা নিয়ে সরগরম বলিউড।
For all the latest entertainment News Click Here