মডেলিং থেকে শুরু, এখন বড় পর্দা, লম্বা কেরিয়ারের সফর কেমন নিশোর?
বকরি ইদের সময় বাংলাদেশে মুক্তি পেয়েছে আরফান নিশো অভিনীত প্রথম ছবি সুড়ঙ্গ। তিনি এর আগে মূলত ওপার বাংলার ছোট পর্দা এবং নাটকে কাজ করেছেন। এত দেরি করে ছবিতে ডেবিউ কেন করলেন? অভিনয় নিয়েই বা কী ভাবেন তিনি?
ছোট পর্দা থেকে সফরটা শুরু হয়েছিল আরফান নিশোর। যদিও তিনি তার আগে মডেলিং করতেন। কিন্তু ২০ বছর পর কেন ছোট পর্দা থেকে বড় পর্দায় ডেবিউ করলেন? এত সময় লাগল কেন? এই প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘ছোট পর্দা থেকেই আমি এই অভিনয়ের শিক্ষা পেয়েছি, কেরিয়ার তৈরি করেছি, পরিণত বোধ তৈরি হয়েছে। আমি আমার সিনিয়রদের থেকেই অভিনয় শিখেছি। পথে ঘাটে সাধারণ মানুষকে অবজার্ভ করতাম, সেখান থেকেই অভিনয়ের রসদ পেতাম। পরে সৈয়দ জামিল আহমেদের থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিই।’
কেরিয়ারে সফল হওয়ার পর, জনপ্রিয় হওয়ার পর অভিনয় শিখতে গিয়েছিলেন! এটা কেন? এই প্রসঙ্গে নিশো জানিয়েছেন, ‘আমি যখন এই অভিনয়ের কোর্সের জন্য আবেদন করেছিলাম আমি সেখানে লিখেই দিয়েছিলাম যে ওঁরা যেন আমায় এমন ভাবে ট্রিট করেন যেন আমি নবাগত, কিছুই জানি না। আসলে আমি বরাবরই অভিনেতা হতে চেয়েছি। হিরো হলে গ্রহণযোগ্যতা বাড়ে ঠিকই, কিন্তু অভিনেতা হলে, চরিত্র হয়ে উঠতে পারলে মানুষের বেশি কাছে পৌঁছানো যায়।’
আরফান নিশো মানেই একটা ইউনিক অভিনয়ের স্টাইল। নিজের এই পথ তৈরি করার সফর কেমন ছিল? অভিনেতা এই বিষয়ে বলেন, ‘অনেক স্ট্রাগল করতে হয়েছে। প্রচুর ভুল ধারণা ভেঙেছি। অনেকেই বলেছিলেন যাঁরা মডেল হন তাঁরা অভিনয় পারেন না। এরপর শুনেছিলাম একমাত্র থিয়েটার কর্মী হলেই তাঁরা ভালো পারফর্মার হন, টিভিতে তাঁদের কদর বেশি। সেই ধারণা ভেঙেছি। এরপর যখন নাটক করতে শুরু করি অনেকেই বলেছিল যাঁদের ইউটিউবে সবসময় দেখা যায় তাঁদের সিনেমা বেরোলে কেউ দেখতে যাবে না। সেটাও যে ভুল সুড়ঙ্গ প্রমাণ করল। বাংলাদেশে এই ছবি সফল। এখন এপার বাংলাতেও এল।’
কিন্তু ব্যক্তিগত জীবন এত আড়াল রেখে চলেন কেন নিশো? এই বিষয়ে অভিনেতার সাফ উত্তর, ‘পরিবার আমার ব্যক্তিগত জায়গা। চোদ্দো বছর প্রেম করে বিয়ে করেছি। সন্তান আছে। কিন্তু সচেতন ভাবেই ওদের কথা প্রকাশ করি না। একটা ছবি পোস্ট করলে অনেক নেতিবাচক মন্তব্য আসে। আমি ওদের তার থেকে আড়াল করতে চাই।’
For all the latest entertainment News Click Here