মঞ্চে ডিডিএলজে! শাহরুখ আর কাজলের যুগলবন্দি জিততে পারল কি দর্শকদের মন
আবার অভিনীত হল ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। আবারও সেই শাহরুখ এবং কাজল। তবে এবার মঞ্চে। কী ভাবছেন? মঞ্চে নাটকের মতো করে হাজির করা হল এই সিনেমা? না, ততটাও নয়। কিন্তু মঞ্চে শাহরুখ খান আর কাজল ফিরে এলেন রাজ আর সিমরন হয়েই। তাঁদের বিখ্যাত সিনেমার সংলাপও বললেন মঞ্চে দাঁড়িয়ে। মুহূর্তে সব অনুরাগীরা ফিরে গেলেন ২৭ বছর আগের এক স্বপ্নের দুনিয়ায়।
এখনও বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটির মধ্যে একেবারে গোড়াতেই আসবেন শাহরুখ খান এবং কাজল। হালে তাঁদের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এই ভিডিয়োতে শাহরুখ এবং কাজল আবারও মঞ্চে রাজ ও সিমরনের জাদু দেখিয়েছেন। সৌদি আরবের ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে’ অংশ নিয়েছিলেন তাঁরা। আর সেখানেই দেখা গেল এই দৃশ্য।
বৃহস্পতিবার রাতে শাহরুখ ও কাজল রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হন। মঞ্চে, শাহরুখ এবং কাজলকে তাদের ব্লকবাস্টার ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এবং ‘বাজিগর’-এর গান আর রোম্যান্টিক দৃশ্যগুলি আবার অভিনয় করতে দেখা গেল। বলিউডের বিখ্যাত রোমান্টিক জুটিকে দেখে পাগল হয়ে গেলেন মানুষ। তার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল হু হু করে।
কী কী ঘটেছে এখানে? একটি ক্লিপে, শাহরুখকে কাজলের জন্য ‘তুঝে দেখা তো ইয়ে’ গানটি গাইতে দেখা যায়। তিনি ‘বাজিগর’ ছবির একটি বিখ্যাত সংলাপও মঞ্চে বলেন, যা ভারতীয়দের পাশাপাশি অন্য দেশের অনুরাগীদেরও মন জয় করে।
‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’-র স্পেশাল স্ক্রিনিং ছাড়াও রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে বিশেষ সম্মান দেওয়া হয়। শাহরুখ ও কাজল ছাড়াও রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ আর রহমান এবং প্রিয়াঙ্কা চোপড়া।
সব মিলিয়ে বিদেশের মাটিতেও সকলের মন জয় করে নিলেন কিং খান। আবারও প্রমাণিত হল, এখনও ভারতীয় বিনোদনের অন্যতম সেরা ব্যক্তিত্ব তিনি।
For all the latest entertainment News Click Here