মইনের বিরুদ্ধে ১১তম বার আউট কোহলি, বিরাটের মানসিকতাকেই দুষলেন ভেত্তোরি
শুভব্রত মুখার্জি: বুধবার রাতে আইপিএলের মঞ্চে গত বছরের ভারত বনাম ইংল্যান্ড চেন্নাই টেস্টের স্মৃতি যেন উস্কে দিলেন সিএসকের স্পিনার মইন আলি। যে ভঙ্গিমায় বিরাটকে ফাঁদে ফেলে বোল্ড করলেন তিনি তা মনে করিয়ে দিল ২০২১ সালের ভারত বনাম ইংল্যান্ডের চেন্নাই টেস্টের স্মৃতি। যেখানে প্রায় এক ভঙ্গিমায় বিরাটকে সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন তিনি। ৩৩ বলে ৩০ করে আউট হন আরসিবির হয়ে ইনিংস ওপেন করতে নামা বিরাট। এদিন অবশ্য বিরাট নিজে আউট হওয়ার আগেই তার সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে রান আউট হয়ে যান গ্লেন ম্যাক্সওয়েল। প্রাক্তন আরসিবির সদস্য তথা নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি জানান ম্যাক্সওয়েল আউট হওয়ার পরেই কেমন যেন মইনের বিরুদ্ধে খোলসে ঢুকে যান বিরাট। তাড়াতাড়ি রান করার চেষ্টাই করেননি ভিকে।
প্রসঙ্গত চলতি মরশুমে সর্বোচ্চ ৫৮ রান সহ ২১৬ রান করেছেন বিরাট। তার স্ট্রাইক রেটও মাত্র ১১১। প্রাক্তন আরসিবির অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি মনে করেন বিরাটের তাড়াতাড়ি রান করার বিষয়ে আগ্রহের অভাব ছিল। ইএসপিএন ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে ভেট্টোরি জানান ‘যদি মনে করতাম আর অশ্বিন বা হরভজন সিংয়ের মতন কেউ পাওয়ার প্লেতে ওকে (বিরাটকে) জোরে বল করছে, ও সিঙ্গেল নেওয়ার চেষ্টা করছে, ওদেরকে ‘ডমিনেট’ করার চেষ্টা করছে না তাহলে ব্যাপারটা একরকম ছিল। কিন্তু এখানে (মইনের বিরুদ্ধে) বিষয়টা একেবারেই তেমন নয়।’
তিনি আরও যোগ করেন ‘এটা মইন আলি বল করছিল। যে বল স্পিন করার চেষ্টা করছিল। অফ স্ট্যাম্পের বাইরে বল করছিল। আমি মনে করি আমি যেন উপলব্ধি করতে পারছিলাম এই পদ্ধতিতে আউট। যা আমি কয়েকবার টেস্টে দেখেছি। এইক্ষেত্রে মইনের বোলিং, ওর বোলিং স্টাইলের প্রশংসা করতেই হবে। সঠিক জায়গায় ও বলটা ফেলছিল। অল্প ড্রিফ্ট করাচ্ছিল। তারপরেই সেই দ্রুতগতির স্পিন বলটা। এই বলটা কোহলিকে বেশ কয়েকবার সমস্যায় ফেলেছে। তবে এই ক্ষেত্রে বিরাটের ব্যাটিং মানসিকতা নিয়েও আমি বলব। আমার একবারের জন্যও মনে হয়নি ও আলির বিরুদ্ধে সিঙ্গেল নেওয়া ছাড়া বাউন্ডারি মারার চেষ্টা করেছে। কোহলির সেরাটা বেরিয়ে আসে যখন ও অফ স্পিনারের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে খেলে। হয়ত উইকেটের পতন মানে ম্যাক্সওয়েলের রান আউটটাই পরেই ও খোলসে ঢুকে যায়। সেখান থেকে আর বেরতে পারেনি।’
For all the latest Sports News Click Here