‘ভয়ে আছি, আমারও এদিক-ওদিক ছড়িয়ে…’, পার্থকে দেখে নিজেরগুলির চিন্তায় চিরঞ্জিৎ
স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতি। তদন্তে নেমে ইডির হাতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী ও তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়। গ্রেফতার তাঁর ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্য়ায়ও। ২১ কোটি টাকার সঙ্গে লক্ষ লক্ষ টাকার বিদেশি মুদ্রা এবং তারই মাঝে উচ্চ শিক্ষা দফতরের খাম, গোটা রাজ্যের নজর এখন এই ঘটনায়।
পার্থ চট্টোপাধ্য়ায়ের গ্রেফতারি নিয়ে এ বার মুখ খুললেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিদ্যাসাগর সভা লাইব্রেরিতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরঞ্জিৎ খানিক মজা করেই বলেন, ‘আমি ভয়ে আছি। আমারও অনেক বান্ধবী ছড়িয়ে-ছিটিয়ে আছে। এই তো এখানেও আছে। এখন তাঁদের বাড়িতে রেইড হলে যদি টাকা বেরিয়ে আসে!’
অভিনেতা-বিধায়কের মন্তব্য, ‘এগুলি সব ভিন্ন ঘটনা। প্রমাণিত না হলে কিছুই করা যাবে না। এমনকি কিছু বলাও উচিত নয়। দল এখনও পার্থ চট্টোপাধ্যায়কে মহাসচিব পদে বহাল রেখেছে। সুতরাং সবকিছুই প্রমাণের ওপর।’
এ দিন চিরঞ্জিৎ চরম তোপ দাগেন বিজেপির ওপর। বলেন, ‘দল যা বলার বলেছে। বিজেপি এমন অনেক কিছুই করতে পারে। বিজেপির চক্রান্ত এটা বলছি না। কোথাও একটা ত্রুটি আছে তা সত্যি। তবে বিজেপি এটাকে কোথাও একটা ত্রুটি আছে তা সত্যি। তবে বিজেপি এটাকে বড় করে দেখাচ্ছে। পাবলিক-মিডিয়ার কাছে বড় করে তুলে ধরছে। ওদের পরিকল্পনা হল, কোনওভাবে যদি দলটাকে দুর্বল করা যায়।’
১৭ বছর আগে অর্থাৎ ২০০৫ সালে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন অর্পিতা। এর পর অভিনয় জগতে পদার্পণ। ছবির তালিকা নেহাত ছোট নয়। বাংলার পাশাপাশি ওড়িয়া এবং তামিল ইন্ডাস্ট্রিতেও একাধিক কাজ করেছেন। টলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে অভিনয় করেছেন এই মায়াবী সুন্দরী। সেই তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, স্বস্তিকা মুখোপাধ্যায়রা।
মামা ভাগ্নে’, ‘পার্টনার’, ‘জোর যার মুলুক তার’-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অর্পিতাকে। দীর্ঘ দিন ধরে নাকতলার উদয়ন সঙ্ঘের সঙ্গে জড়িত তিনি। সেখানকার অন্যতম মুখও তিনি। আপাতত ইডির হেফাজতে তিনি।
For all the latest entertainment News Click Here