ভয়ডরহীন মানসিকতা নিয়ে খেলে, দলের ব্যাকিং পায়- ঋষভ রহস্য বিশ্লেষণ করলেন বাটলার
প্রথম বার সীমিত ওভারের ক্রিকেটে পূর্ণ অধিনায়ক হিসেবে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজে দলকে নেতৃত্ব দিলেন জোস বাটলার। কিন্তু ২টি সিরিজেই হারতে হয়েছে তাঁর দলকে। স্বাভাবিক ভাবেই মুষড়ে পড়েছেন জোস বাটলার। তবে তিনি ঋষভ পন্তের প্রশংসা করতে ভোলেননি। পন্তের দুরন্ত সেঞ্চুরির হাত ধরে ভারত তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। সেই সঙ্গে সিরিজও পকেটে পুড়ে ফেলেছে। সিরিজের ফল ২-১।
আরও পড়ুন: ম্যাচের সেরা হয়ে প্রাক্তন কোচের হাতে উপহার পাওয়া শ্যাম্পেন তুলে দিলেন পন্ত- ভিডিয়ো
পন্তের প্রশংসায় পঞ্চমুখ বাটলার
রবিবার ব্যাট করতে নেমে ১৬টি বাউন্ডারি এবং ২টি ছক্কার সাহায্যে ১১৩ বলে ১২৫ রান করে অপরাজিত থেকে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন পন্ত। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। ম্যাচের শেষে বাটলার বলেন, ‘আমার মনে হয়, পন্ত অসাধারণ মানসিকতার প্লেয়ার। ওর মানসিকতাই অন্যদের থেকে ওকে আলাদা করে দেয়। অসাধারণ প্রতিভা ওর। সবচেয়ে বড় কথা, ও একজন ভয়ডরহীন ক্রিকেটার। ক্রিকেটের সব ফর্ম্যাটেই পন্তের ব্য়াটিং দেখতে দারুণ লাগে। আমার মনে হয়, টিম ম্যানেজমেন্টের থেকে পন্ত সেই স্বাধীনতা পেয়েছে, নিজের মতো করে খেলার। তার জন্যই সাফল্য পাচ্ছে।’
আরও পড়ুন: ইংল্যান্ডকে উড়িয়ে ICC র্যাঙ্কিংয়ে এগোল ভারত, দূরত্ব বাড়ল পাকিস্তানের সঙ্গে
পূর্ণ সময়ের অধিনায়কের দায়িত্ব নিয়েই ব্যর্থ বাটলার
ইয়ন মর্গ্যান সরে যাওয়ার পর ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজই ছিল বাটলারের অধিনায়ক হিসেবে প্রথম পূর্ণাঙ্গ সিরিজ। কিন্তু শুরুতেই ডাহা ফেল। তবে বাটলারের দাবি, ‘আমি প্রতিদিন শিখছি। এত কম সময়ের মধ্যে দু’টি সিরিজ খেলতে হয়েছে। আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল বিষয়টি। তবে ড্রেসিংরুমে আরও অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন, সাপোর্ট স্টাফ রয়েছেন। তাঁরা প্রত্যেকেই আমাকে সাহায্য করছেন।’
For all the latest Sports News Click Here