ভ্যালেন্টাইন্স ডে-তে মালতীর জন্য কেক কিনে এক কাণ্ড বাধান! এরপর কী করেছিলেন নিক
নিক-প্রিয়াঙ্কার নয়নের মণি মেয়ে মালতী মেরি। একরত্তিকে নিয়েই এখন বেশিরভাগ সময় কাটে নিয়াঙ্কার। মেয়ের এক বছর বয়সের পর মুখের ছবিও প্রকাশ্যে এনেছেন তারকা দম্পতি। পপ তারকা নিক জোনাস সদ্য ফাঁস করেছেন তাঁর এই বছর ভ্যালেন্টাইন্স ডে-এর গল্প।
চলতি বছর ভালোবাসা দিবসে মেয়ে মালতী মেরির জন্য একটি কেক কিনেছিলেন নিক। কিন্তু দোকান থেকে বেরোতে গিয়ে হাত থেকে কেকটা পড়ে যায় তাঁর। এরপর নতুন কেক নিতে দোকানে ফেরত গিয়েছিলেন অভিনেতা। পপ তারকা জানিয়েছেন, ‘আমাকে গিয়ে অন্য একটি কেক আনতে হয়েছিল। কিন্তু তিনি একজন অসাধারণ ব্যক্তি (স্টোরের লোকটা) ছিলেন। তিনি আমাকে নতুন কেক দেন। ভালোবাসার দিবসের মানে তো এটাই.. ফেরত দেওয়া’।
রবিবার জোনাস ব্রাদার্সের লাস ভেগাস কনসার্ট দেখতে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। শো উপভোগ করার পাশাপাশি দর্শকদের মধ্যে থেকে স্বামী নিক জোনাসের জন্য গলা ফাটিয়েছেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার এক ফ্যান অ্যকাউন্ট থেকে শেয়ার করা ভিডিয়োতে প্রাণ খুলে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আরও পড়ুন: ‘তুমি সেরা! চুমু’, রাজের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা শুভশ্রীর
ভিডিয়োতে ঝলমলে কালো পোশাকে ধরা দেন প্রিয়াঙ্কা। একটি কালো পশমের ওভারকোটও পরেছিলেন। স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে কনসার্ট থেকে বেশ কিছু ঘনিষ্ঠ এবং একক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিক জোনাস। ক্যাপশনে লেখা, ‘তোমার সঙ্গে ভেগাসে’। ছবিগুলি ইনস্টাগ্রাম পোস্টে রি-শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তুমিই সেই ডানা যা আমাকে উড়তে শেখায়’।
জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশি গার্ল। আর সেখানেই প্রথম একরত্তি মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের মুখ প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কার স্বামী তথা পপ তারকা নিক জোনাসও। রবিবার সকাল সকাল মেয়ে মালতীর সঙ্গে একাধিক ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই একরত্তির মুখের পরিস্কার ছবি শেয়ার করেছেন।
স্ত্রী প্রিয়াঙ্কার চোপড়ার সঙ্গে এই বছর ভ্যালেন্টাইন্স ডে-এর দিন বেশ রোম্যান্টিক মেজাজে ধরা দেন নিক। সেই ঝলকও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তিনি। গিটারের রোম্যান্টিক ধুন, শ্যাম্পেনের গ্লাসে চুমুক দিয়ে স্বামীর সঙ্গে দিনটা বিশেষ হয়ে উঠেছিল দেশি গার্লের। স্ত্রীর সঙ্গে নানা মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি করেছেন নিক। ভিডিয়োতে একজন গিটারিস্টকে সফট রোম্যান্টিক গান বাজাতে দেখা যায়। তিনি পাহাড়ের দিকে মুখ করে গিটার বাজাতে থাকেন। অন্যদিকে নিক এবং প্রিয়াঙ্কা একে অন্যের হাত ধরে টেবিলে বসে সেই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করেন। তাঁদের সামনে শ্যাম্পেন এবং বেরিজ রাখা ছিল।
লাভ এগেনে স্যাম হিউগেনের সঙ্গে মুখ্য ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে। একটি ক্যামিও চরিত্রে থাকবেন নিক জোনাসও। এই ছবির ট্রেলারে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁকে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছে। ১২ মে ছবিটি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে।
For all the latest entertainment News Click Here