ভ্যালেন্টাইন্স ডের আগেই শ্রদ্ধার জন্য রণবীর গাইবেন ‘তেরে পেয়ার মে’! দেখুন টিজার
নতুন প্রেমের গান, বলা ভালো ভ্যালেন্টাইন্স ডের আগেই গদগদে প্রেমের গান উপহার দিতে চলেছেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। তু ঝুটি ম্যায় মাক্কার ছবির তেরে পেয়ার মে গানটির টিজার প্রকাশ্যে এল। আর এই গানটির এক ঝলকেই দুই অভিনেতার মধ্যে দুর্দান্ত রসায়ন ধরা পড়ল। ১ ফেব্রুয়ারি মুক্তি পাবে গানটি। এটি একটি রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি হতে চলেছে।
তেরে পেয়ার মে গানটির টিজারে দেখা যায় শ্রদ্ধার প্রেমে মশগুল রণবীর। তাঁকে ছুঁতে চাওয়ার জন্য তাঁর পিছনে তিনি ছুটে বেড়াচ্ছেন। এই আসন্ন গানটির এক ঝলকেই তাঁদের মধ্যে দুর্দান্ত কেমিস্ট্রি ধরা পড়েছে। তাঁদের স্পেনে রোম্যান্স করতে দেখা যাবে। এই গানটির টিজার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী স্বয়ং। তিনি ভিডিয়োটি পোস্ট করে লেখেন, ‘যদি আপনি তেরে পেয়ার মে গানটির প্রেমে পড়ে যান আমাদের দায়ী করবেন না যেন!’
এই ছবির একাধিক বিহাইন্ড দ্য সিন আগেই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল, এবার এই গানটির টিজার দেখে এটা স্পষ্ট যে গানটির শ্যুটিং স্পেনে হয়েছে। এই গানটির শ্যুটিংয়ের সময় শ্রদ্ধার মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা নায়ক গুরুতর চোট পান। এমনকি তাঁর পায়ের লিগামেন্ট পর্যন্ত ছিঁড়ে যায়। যদিও এতে শ্যুট বন্ধ হয় না। তাঁর টিমের বাকিরা তাঁকে সাহায্য করে দিতে থাকেন কাজ করতে।
তু ঝুটি ম্যায় মাক্কার ছবিটির পরিচালনা করেছেন লাভ রঞ্জন। গত সপ্তাহেই ছবিটির টিজার মুক্তি পেয়েছে। এই ছবির প্রথম ঝলক থেকে এটা স্পষ্ট যে এখানে আদ্যোপান্ত ভাবে বর্তমান সময়ের প্রেমের সম্পর্ক, তার জটিলতা, সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। টিজার ভিডিয়োতে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আজকাল সম্পর্কে যাওয়া সহজ, কিন্তু বেরোনো মুশকিল। সম্পর্ক তৈরি করা সহজ, কিন্তু ভাঙা মুশকিল।’
আগামী ৮ মার্চ মুক্তি পাবে ছবিটি। এটির প্রযোজনা করেছে লাভ ফিল্মসের লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ। নিবেদন করেছে টি সিরিজের গুলশান কুমার এবং ভূষণ কুমার।
রণবীর কাপুরকে শেষবার ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবায় দেখা গিয়েছিল। এটি ২০২২ সালের অন্যতম বড় হিট ছবি ছিল। আর শ্রদ্ধা কাপুরকে শেষবার বরুণ ধাওয়ানের সঙ্গে ভেড়িয়া ছবিতে দেখা গিয়েছিল।
For all the latest entertainment News Click Here