ভোলেনাথকে নিয়ে গানে অশ্লীল শব্দ! চাপের মুখে ক্ষমা চাইলেন র্যাপার বাদশা
চাপের মুখে নতি স্বীকার। ক্ষমা চাইতে বাধ্য় হলেন র্যাপার ‘বাদশা’। বেশকিছুদিন ধরেই বাদশার গাওয়া সনক গানটি নিয়ে বিতর্ক তৈরি হয়। মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত বাদশার বিরুদ্ধে অভিযোগ করেন, ‘সনক’ গানে ভগবান শিবের বিরুদ্ধে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে। যে গান হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে বলেও অভিযোগ করেন ওই পুরোহিত। বাদশার বিরুদ্ধে FIR-ও দায়ের হয়। যেখানে বলা হয় বাদশা তাঁর গানে ভোলেনাথ সম্পর্কে অশ্লীল শব্দ ব্যবহার করেছেন। নেটপাড়ার একাংশের কাছেও সমালোচনার মুখে পড়েন র্যাপার।
বিতর্কের পর বেশকিছুদিন চুপই ছিলেন বাদশা। অবশেষে চাপের মুখে সোমবার সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে ক্ষমা চেয়ে নেন র্যাপার। বাদশা লেখেন, ‘এটা আমার নজরে আনা হয়েছে, বলা হচ্ছে যে আমার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সনক, দুঃখজনকভাবে কিছু লোকের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আমি কখনই স্বেচ্ছায় বা অজ্ঞাতসারে কারও অনুভূতিতে আঘাত করব না। শৈল্পিক সৃষ্টি এবং সঙ্গীত রচনাগুলি আমার ভক্তদের জন্যই, এর সঙ্গে আন্তরিকতা এবং আবেগ জড়িয়ে রয়েছে।’
আরও পড়ুন-জীবনের প্রথম নায়ক সলমনের সঙ্গে দেখা হয়? স্নেহা বললে, ‘আমি ভীষণই অসামাজিক…’
আরও পড়ুন-‘বিশ্বের যে প্রান্তেই যাই, আমার প্রথম পরিচয় আমি ভারতীয়, তারপর বাকি আর যা কিছু…’, বললেন প্রিয়াঙ্কা
বাদশা জানিয়েছেন, ‘আমি আমার টিমকে গানের ওই অংশগুলি পরিবর্তনের জন্য জানিয়েছি। আপত্তিকর শব্দগুলি বদলে ফেলছি। এটার জন্য কিছুটা সময় লাগবে। এটা আরও কিছুদিন পর নতুনভাবে ডিজিটাল প্ল্যার্টফর্মে আসবে। যাঁরা আঘাত পেয়েছেন, তাঁদের কাছে আমি মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।’
প্রসঙ্গত মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতের অভিযোগের পরে বাদশার গান থেকে ‘ভোলেনাথ’-এর নাম মুছে ফেলার দাবি জানিয়েছিল হিন্দু সংস্থা সহ মহাকাল সেনা ও পুজারি মহাসংঘ। যদিও ‘সনক’ গানে ভগবান শিবের ভক্ত ও বলেই দাবি করেছিলেন বাদশা। তবে তা মানতে নারাজ মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত সহ হিন্দু সংগঠনগুলি।
For all the latest entertainment News Click Here