ভোটের পর খুনের হুমকি, প্রাণভয়ে পুলিশের দ্বারস্থ হিরো আলম, গ্রেফতার ১
নানাবিধ বিতর্ক-ঝামেলায় যেন হিরো আলমের জীবনটা জেরবার। এবার খুনের হুমকি দেওয়া হল তাঁকে। শুধু খুন নয়, মেরে আশরাফুল আলম বা সকলেই যাঁকে হিরো আলম বলে চেনেন তাঁর লাশকে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথাও বলা হয়।
সোমবার রাতে আলমের ফোনে এই হুমকির কল আসে। হত্যার হুমকি পেতেই থানায় ছুটে যান তিনি। হাতিরঝিল থানায় এরপর তিনি অভিযোগ দায়ের করেন। তাঁর জীবনের নিরাপত্তা চান তিনি। করেন জেনারেল ডায়রি।
আপাতত সেই দেশের পুলিশের তরফে জানানো হয়েছে হিরো আলমকে এভাবে ফোন করে খুনের হুমকি দেওয়ার জন্য একজন গ্রেফতার করেছে তাঁরা। মঙ্গলবার বাংলাদেশের সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে গ্রেফতার করা হয় সেই অভিযুক্তকে। নাম আবু আহমেদ।
এটাই প্রথম নয়। এর আগেও যখন ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে হিরো আলম নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছিলেন তখনও তাঁকে ভীষণই হেনস্থা করা হয়। এমনকি রাস্তায় ফেলে মারা হয় তাঁকে।
হিরো আলম এরপর অভিযোগ তোলেন যে সেখানে ভোটে অবাধে ছাপ্পা দেওয়া হয়েছে। অনেক কারচুপি করা হয়েছে। তিনি এই অভিযোগ করার পরই তাঁকে এমন হুমকি পেতে হল বলেই তিনি মনে করছেন।
আরও পড়ুন: রাস্তায় ফেলে পিটিয়ে মার, গালিগালাজ! হিরো আলমের উপর হামলায় উদ্বিঘ্ন রাষ্ট্রসংঘ
কী বলা হয়েছিল আদতে হিরো আলমকে? তিনি জানিয়েছেন, ‘সেই ব্যক্তি আমায় ফোন করে বলেন মিডিয়াতে নাটক করিস। তোকে মেরে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেব।’ কেবল মৃত্যু হুমকি নয় অশালীন ভাষায় তাঁকে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
হিরো আলম খুনের হুমকি পাওয়ার পর বলেছেন ‘আমায় এখন হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এর কদিন আগে ভোটের সময় মার খেলাম। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশ আমায় প্রোটেকশন দিলেও আমি জানি রক্ষা পাব না। আমি তাই চাই গোটা ঘটনার তদন্ত হোক।’
For all the latest entertainment News Click Here