ভোগাচ্ছে চোট, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত: রিপোর্ট
চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না রোহিত শর্মা। যে টেস্ট আগামী বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থেকে ঢাকার মীরপুর স্টেডিয়ামে শুরু হতে চলেছে। সূত্র উদ্ধৃত করে এমনই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।
ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, রোহিতের বুড়ো আঙুলের চোট পুরোপুরি সেরে ওঠেনি। দ্বিতীয় টেস্ট খেলার জন্য ঢাকায় যাবেন না ভারতের অধিনায়ক। যিনি বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে চোট পেয়েছিলেন। তার জেরে তৃতীয় একদিনের ম্যাচ এবং প্রথম টেস্টেও খেলতে পারেননি। পরবর্তীতে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন কেএল রাহুল। যিনি দ্বিতীয় টেস্টেও টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে চলেছেন।
এমনিতে চোট পাওয়ার পর বিশেষজ্ঞদের শলা-পরামর্শের জন্য মুম্বইয়ে চলে আসেন রোহিত। দ্বিতীয় টেস্টে খেলার একটা সম্ভাবনাও ছিল। যদিও শেষপর্যন্ত দ্বিতীয় টেস্ট থেকেও রোহিত ছিটকে গিয়েছেন বলে ওই সংবাদসংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। কবে তিনি মাঠে ফিরবেন, তাও স্পষ্টভাবে জানানো হয়নি।
আরও পড়ুন: আপনি তাঁকে বেশিক্ষণ আটকে রাখতে পারবেন না- গিলের জন্য রাহুল-শ্রেয়সকেও বাদ দিতে চান কাইফ
উল্লেখ্য, বৃহস্পতিবার মীরপুরে বাংলাদেশের দ্বিতীয় টেস্টে খেলতে নামবে ভারত। রোহিতের অনুপস্থিতিতে প্রথম টেস্টে সহজ জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৪০৪ রান তুলেছিল। সর্বোচ্চ ৯০ রান করেছিলেন চেতেশ্বর পূজারা। ৮৬ রান করেছিলেন শ্রেয়স আইয়ার। রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদব করেছিলেন যথাক্রমে ৫৮ এবং ৪০ রান। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অল-আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। ৪০ রানে পাঁচ উইকেটে নিয়েছিলেন কুলদীপ। একটি করে উইকেট পেয়েছিলেন উমেশ যাদব এবং অক্ষর প্যাটেল। তিনটি উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ।
আরও পড়ুন: Ban vs Ind: ছিটকে গেলেন তিন তারকা-দলে নাসুম, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের টিম ঘোষণা করল বাংলাদেশ
দ্বিতীয় ইনিংসে পূজারা এবং গিলের শতরানের সুবাদে দুই উইকেটে ২৫৮ রান তুলে ডিক্লেয়ার করে দিয়েছিল ভারত। ১৫২ বলে ১১০ রান করেছিলেন গিল। যা তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম শতরান। ১৩০ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন পূজারা। ২৯ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন কোহলি। ৫১৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৩২৫ রানে অল-আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। জাকির হোসেন ১০০ রান করলেও হারের মুখেই পড়তে হয়েছিল শাকিব আল হাসানদের। ভারতের হয়ে একটি করে উইকেট পেয়েছিলেন অশ্বিন, সিরাজ এবং উমেশ। চারটি উইকেট নিয়েছিলেন অক্ষর। তিনটি উইকেট পেয়েছিলে কুলদীপ।
For all the latest Sports News Click Here