‘ভেবেছিলাম বেগতিক দেখলে গোপনাঙ্গে লাথি মেরে পালাব’, রণবীরকে চিনতেন না নার্গিস!
হাতে গোনা ছবিতে অভিনয় করেছেন নার্গিস ফাকরি। এই বলি নায়িকার অভিনয় প্রতিভার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই চর্চা বেশি। রণবীর কাপুরের নায়িকা হিসাবে ‘রকস্টার’ ছবিতে ড্রিম ডেবিউ হয়েছিল নার্গিসের। পরিচালক ইমতিয়াজ আলি, কিন্তু তার পরেও নার্গিসের অভিনয় কেরিয়ার সেভাবে টেক-অফ করেনি।
মার্জার সরণীতে হাঁটতে ওস্তাদ হলেও অভিনয়ের অ-আ-ক-খ জানা ছিল না নার্গিসের। হঠাৎ করেই হিন্দি ছবির অফার আসে পাক বংশোদ্ভূত মার্কিন মডেলের কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নার্গিস জানিয়েছেন এক জুয়েলারি ক্যাম্পেনে অংশ নিয়েছিলেন তিনি। তাঁর অজান্তেই সেই সংস্থার বিলবোর্ডে ছেয়ে গিয়েছিল ইন্ডিয়া। সেখানেই ইমতিয়াজ আলির টিমের এক সদস্যের নজর কাড়েন নার্গিস। ইমতিয়াজের টিমের সেই সদস্য আদেও জানতেন না নার্গিস ভারতীয় নন, বা এদেশের সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই। নার্গিস যখন স্পষ্ট করে জানান তিনি এই মুহূর্তে চেক রিপাবলিকে রয়েছে, তাঁকে বলা হয় পরিচালক ইমতিয়াজ সে দেশে যাচ্ছেন এবং ওখানে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। নার্গিসের মা চেক প্রজাতন্ত্রের বাসিন্দা। বাবা পাক বংশোদ্ভূত মার্কিন, নায়িকার বেড়ে ওঠা নিউ ইর্য়ক শহরে।
নার্গিস বলেন, ‘আমাকে জানানো হয় পরিচালক প্রাগে আসবেন এবং আমার সঙ্গে দেখা করবেন’। মনে মনে অভিনেত্রী ঠিক করে ফেলেছিলেন ইমতিয়াজ এদিক-ওদিক করলে উচিত শিক্ষা দিয়ে দেবেন তিনি। নায়িকার কথায়, ‘আমি ভেবেছিলাম যদি উনি গড়বড় করেন, তাহলে ওঁনার গোপনাঙ্গে লাথি মেরে পালাব। আমি নিউ ইয়র্কের মেয়ে, ভয় পাই না। লোকের সঙ্গে লড়তে প্রস্তুত থাকি, নিউ ইয়র্কের মেয়েরা ছোট থেকেই এটা শিখে যায়’।
যদিও ইমতিয়াজের সঙ্গে সাক্ষাৎ-এর পর পরিচালকের নম্র-ভদ্র স্বভাব নিমেষেই মন জিতেছিল নার্গিসের। তিনি জানান, ‘আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প উনি আমায় শুনিয়েছিলেন। ছবিটা আমি নিজের কল্পনায় দেখতে পেয়েছিলাম’। তবে ওইদিনই রকস্টার রণবীরের নায়িকা হতে হ্যাঁ বলেননি নার্গিস। সব ছেড়ে ভারতে এসে কেরিয়ার শুরুটা বড় সিদ্ধান্ত ছিল, যা নিতে সপ্তাহ দুয়েক সময় লাগান অভিনেত্রী। রণবীর কাপুর সম্পর্কেও কোনও ধারণা ছিল না নার্গিসের। অভিনেত্রী বলেন, ‘রণবীর কাপুর কে আমি জানতাম না। প্রথমবার দেখে মনে হয়েছিল এই কে এই উদ্ভট ছেলেটা? কিন্তু কাজ করে বুঝলাম ও খুব কুল মানুষ। মজা লেগেছিল কাজ করে’। কাউকে আগে থেকে না চেনাটা সাহায্য করেছিল নার্গিসকে, সকলের সঙ্গে সহজেই মিশে যেতে পেরেছিলেন তিনি, এমনটাই মনে করেন অভিনেত্রী।
For all the latest entertainment News Click Here