‘ভেবেছিলাম কেরিয়ার শেষ’, অর্শদীপের মতো পরিস্থিতিতে পড়তে হয়েছিল কোহলিকেও
এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে হারের জন্য ভারতের অনেক ভুল-ভ্রান্তি দায়ি হলেও কাঠগড়ায় তোলা হচ্ছে অর্শদীপ সিংকে। অর্শদীপ আসিফ আলির ক্যাচ ছাড়ার জন্যই নাকি হারতে হয়েছে ভারতকে, সোশ্যাল মিডিয়ায় কার্যত এভাবেই বলির পাঁঠা করা হচ্ছে তরুণ পেসারকে।
বিরাট কোহলি অবশ্য পুরোপুরি পাশে দাঁড়ালেন অর্শদীপের। এপ্রসঙ্গে তিনি হদিশ দেওয়ার চেষ্টা করলেন, এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ক্রিকেটারের মানসিক অবস্থা কেমন হয়। পাকিস্তানের কাছে ভারতের হারের পরে সাংবাদিক সম্মেলনে এপ্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন বিরাট।
কোহলি বলেন, ‘ভুল সবার হয়। এটা বড় ম্যাচ এবং পরিস্থিতি অত্যন্ত চাপের ছিল। আমার মনে আছে, আমি যখন প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলি, পাকিস্তানের বিরুদ্ধে আমাদের প্রথম ম্যাচ ছিল। আমি শাহিদ আফ্রিদির বলে খুব বাজে একটা শট খেলেছিলাম।’
আরও পড়ুন:- Asia Cup-এর ফাইনালে উঠতে চোখ থাকবে নেট রান-রেটে, দেখে নিন সুপার ফোরের পয়েন্ট টেবিলে চার দলের অবস্থান
পরক্ষণে বিরাট বলেন, ‘ভোর ৫টা পর্যন্ত ছাদের দিকে তাকিয়ে ছিলাম। সারারাত ঘুমোতে পারিনি। মনে হয়েছিল আমার কেরিয়ার বুঝি শেষ। সুতরাং, এগুলো খুব স্বাভাবিক বিষয়। তবে আমরা একসঙ্গে ফের ঘুরে দাঁড়াব। বিশেষ করে দলের পরিবেশ যখন সুস্থ থাকে, আপনি শিক্ষা নিতে পারেন।’
আরও পড়ুন:- India vs Pakistan: গোড়ায় গলদ, বল না করালে হুডাকে কেন খেলানো হল? পাকিস্তান ম্যাচে এই ৫টি ভুলের মাশুল দিতে হয় ভারতকে
সাজঘরের পরিবেশ ভালো রাখার জন্য বিরাট কৃতিত্ব দেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও টিম ম্যানেজমেন্টকে। তিনি বলেন, ‘আমি এক্ষেত্রে ম্যানেজমেন্ট ও ক্যাপ্টেনকে কৃতিত্ব দেব। ওরা সবার জন্য নিরাপদ একটা পরিবেশ তৈরি করেছে। তুমি ভুল করবে, সেটা থেকে শিক্ষা নেবে এবং পুনরায় এমন চাপের পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত হবে।’
For all the latest Sports News Click Here