ভেন্টিলেটরে যাওয়ার আগে শেষ কী কথা হয়েছিল ঋষি-নীতুর? সেটা ছিল ওঁদের বাগদানের দিন
২০২০ সালের ৩০ এপ্রিল প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। গোটা দেশ ভাষা হারিয়েছিল ঋষি কাপুরের অকালে চলে যাওয়ার কথা শুনে। সম্প্রতি নীতু কাপুরের কথায় উঠে এল ঋষির স্মৃতি। হাসপাতালে থাকাকালীন শেষ কী কথা হয়েছিল দু’জনের তা জানালেন নিজের মুখেই।
নীতু জানালেন ২০২০ সালের ১৩ এপ্রিল তিনি শেষ কথা বলেন ঋষির সঙ্গে। কারণ এর পরেই তাঁকে ভেন্টিলেটরে দিয়ে দেওয়া হয়। ওই দিনটা ছিলে তাঁদের বাগদানের দিন। ১৯৭৯ সালের ওই দিনেই আংটি বদল সেরেছিলেন দুই তারকা।
নীতু জানান, তাঁর ছেলে রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার বিয়ে হয় ১৪ এপ্রিল। কিন্তু ১৩ এপ্রিল বাড়িতে পুজো রাখা হয়েছিল। নীতু জানান, ঋষির সঙ্গে হাসপাতালে এইসব হচ্ছে এটা মেনে নেওয়াই তাঁর পক্ষে মুশকিলের ছিল। ঋষিও সেই সময় অনেক কথাই বলতে চাইতেন, তবে বলে উঠতে পারেননি। আরও পড়ুন: আলিয়া-রণবীরের বিয়েতে ছিল দুই পুরনো শত্রু! পরিবার তুলে ঝগড়াও হয়েছিল একসসময়
কাজের সূত্রে নীতুকে দেখা যাচ্ছে ‘ডান্স দিওয়ানে জুনিয়র’-এর বিচারক হিসেবে। সঙ্গে কিয়ারা আডবানি, বরুণ ধাওয়ান আর অনিল কাপুরের সঙ্গে ‘যুগ যুগ জিও’-তেও কাজ করেছেন। যে ছবির মুক্তি পাওয়ার কথা জুন মাসে।
সঙ্গে নীতুকে বলতে শোনা যায়, কীভাবে ঋষির মারা যাওয়ার পর ইনস্টাগ্রামে আসার জন্য ট্রোলিংয়ের মুখোমুখি পড়তে হয়েছে তাঁকে। বর্তমানে নীতুর ইনস্টা ফলোয়ার্সের সংখ্যা ১.৮ মিলিয়ান। ঋষি-পত্নী জানান, যারা তাঁকে ট্রোল করে তাঁদের তিনি ব্লক করে দেন। নীতুর কথায়, ‘আসলে ওরা কাঁদছে এরকম বিধবা দেখতে চায়। কমেন্ট করে,স্বামী মরে গেছে আর মজা করছ! তবে আমি এসব লোকেদের ব্লক করে দেই।’
For all the latest entertainment News Click Here