ভেঙ্কটরাঘবন-বব উইলিসকে টপকে নয়া নজির বুমরাহর
শুভব্রত মুখার্জি: এজবাস্টন টেস্ট শুরুর আগে করোনা পরীক্ষায় ফের পজিটিভ হন ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ফলে টিম ম্যানেজমেন্টের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়-সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহর হাতেই তুলে দেওয়া হবে এজবাস্টন টেস্টের অধিনায়কত্বের দায়ভার। ৩৬ বছর বাদে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান একজন পেস বোলার। আশা করা হয়েছিল বল হাতে এই টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। একজন পেসার হিসেবে বুমরাহ তার দায়িত্ব পালন করছেন ঠিকই। তবে ভারতের প্রথম ইনিংসে ব্যাট হাতে তিনি যে কামাল করে দেখিয়েছেন তা হয়ত আশা করেননি তার অতিবড় ভক্তও। আর তার জেরেই তিনি ভেঙে ফেলেছেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে চার দশক আগের পুরোনো এক রেকর্ড।
টেস্ট অধিনায়ক হিসেবে ব্যাটিং অর্ডারে ১০ বা ১১ ব্যাট করতে নেমে সর্বাধিক রান গড়ার নজির এখন জসপ্রীত বুমরাহর দখলে। যে ঘটনার কেউ আশাই করেননি তা এজবাস্টনে ব্যাট হাতে বাস্তবে করে দেখিয়েছেন জসপ্রীত বুমরাহ। ভারত প্রথম ইনিংসে পন্ত এবং জাদেজার শতরানে ভর করে ৪১৬ রান করতে সমর্থ হয়। লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে অধিনায়ক জসপ্রীত বুমরাহ ১৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংস সাজানো ছিল ৪টি চার এবং ২টি ছয়ে। আর এই ইনিংস খেলেই তিনি ঢুকে গেলেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টিকারীর তালিকায়।
∆ আসুন একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা:
১) ৩১*, জসপ্রীত বুমরাহ বনাম ইংল্যান্ড (২০২২)
২) ২৮, বব উইলিস বনাম পাকিস্তান (১৯৮২)
৩) ২৮, বব উইলিস বনাম ভারত (১৯৮২)
৪) ২৮, ভেঙ্কটরাঘবন বনাম ইংল্যান্ড (১৯৭৯)
প্রসঙ্গত এই নজির গড়ার পাশাপাশি শনিবার এজবাস্টনে বুমরাহ আরও একটি বিশ্বরেকর্ড গড়েছেন। ব্রডের বিরুদ্ধে এক ওভারে ৩৫ রান করে তিনি ভেঙে দিয়েছেন কিংবদন্তি ব্রায়ান লারার টেস্টে এক ওভারে করা সর্বাধিক রানের নজিরও। উল্লেখ্য লারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ওভারে ২৯ রান করেছিলেন। পরবর্তীতে অজি ক্রিকেটার জর্জ বেইলিও ২৯ রান করে সেই নজির স্পর্শ করেছিলেন। যা এজবাস্টনে ভেঙে ফেলতে সক্ষম হয়েছেন বুমরাহ।
For all the latest Sports News Click Here