ভেঙে চুরমার সব রেকর্ড, IPL নিলামে অজি ক্রিকেটারদের মধ্যে সব থেকে দামি গ্রিন
ভেঙে চুরমার হল আগের সব রেকর্ড। অতীতে আর কোনও অজি ক্রিকেটারের কপালে যা জোটেনি, ২৩ বছর বয়সী ক্যামেরন গ্রিন পৌঁছে গেলেন সেই উচ্চতায়। আইপিএল নিলামে দামের নিরিখে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে গড়ে ফেলেন সর্বকালীন রেকর্ড।
বিদেশিদের মধ্যে আইপিএলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আধিপত্য দেখা যায় আগাগোড়া। প্রথম সারির প্রায় সব অজি ক্রিকেটারই ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মাঠে নেমেছেন। বহু ক্রিকেটারকে নিয়ে নিলামে টানাটানি হয়েছে বিস্তর। তবে ক্যামেরন গ্রিন এবার মিনি নিলাম থেকে যত টাকা পকেটে পুরলেন, আগে কোনও অজি ক্রিকেটার এত দামে বিক্রি হননি।
এবছর আইপিএল নিলামে তিন বিদেশি ক্রিকেটারের প্রচুর দাম উঠতে পারে বলে মনে করা হচ্ছিল। দুই ব্রিটিশ তারকা স্যাম কারান ও বেন স্টোকস প্রত্যাশা মতোই বড় অঙ্কে বিক্রি হলেন নিলামে। গ্রিনও ছিলেন ফ্র্যাঞ্চাইজিদের মোস্ট ওয়ান্টেডের তালিকায়। তবে এমন আকাশছোঁয়া দাম পাবেন তিনি, তা আগে থেকে অনুমান করা সম্ভব ছিল না।
এবার আইপিএলের মিনি নিলাম থেকে ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় গ্রিনকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। তিনি এবার বেন স্টোকসের থেকেও বেশি দাম পেলেন। আইপিএল নিলামের সার্বিক ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হলেন গ্রিন। স্যাম কারান এবার টেক্কা দিয়ে যান ক্য়ামেরনকে। তিনি ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় যোগ দেন পঞ্জাব কিংসে। বেন স্টোকসকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
এতদিন অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে আইপিএল নিলামে সব থেকে বেশি দামে বিক্রি হয়েছিলেন প্যাট কামিন্স। ২০২০-র নিলামে কলকাতা নাইট রাইডার্স তাঁকে ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় কিনেছিল। কামিন্সের সেই রেকর্ড ভেঙে দিলেন ক্যামেরন গ্রিন।
For all the latest Sports News Click Here