ভেঙেছে দু-পায়ের গোড়ালি! ‘নিম ফুলের মধু’ থেকে বাদ পড়লেন শয্যাশায়ী রুবেল?
তিন দিন আগে ‘নিম ফুলের মধু’-র শ্যুটিং সেটেই বড়সড় দুর্ঘটনার শিকার হন অভিনেতা রুবেল দাস। বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে বেসামাল হয়ে পড়ে যান অভিনেতা, অসহ্য় যন্ত্রণা সহ্য করেও দু-টো দৃশ্য শ্যুট করেন। পড়ে জানা যায়, দু-পায়ের গোড়ালি ভেঙেছে সৃজনের। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক স্পষ্ট জানান আগামী দেড় মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। পায়ে ভর দিয়ে হাঁটা-চলা তো দূর অস্ত দাঁড়াতে পর্যন্ত পারছেন না রুবেল। এমন অবস্থায় ‘নিম ফুলের মধু’তে রুবেলের ভবিষ্যত কী? সিরিয়াল থেকে কি বাদ পড়ছেন রুবেল?
হিরো ছাড়া দেড় মাস মেগা সিরিয়ালের গল্প টানা অত সহজ নয়। টিআরপি তালিকাতেও এর প্রভাব পড়বে, এমন আশঙ্কা। রুবেলের অসুস্থতার জেরে ইতিমধ্যেই পরিবর্তন এসেছে গল্পের ট্র্যাকে। রিল আর রিয়েল মিলিয়ে দেখানো হয়েছে, গুণ্ডাদের হাতে মার খেয়ে পা ভেঙেছে সৃজনের। যাবতীয় দায় এসে পড়েছে পর্ণার ঘাড়ে। শুক্রবারের এপিসোডে অবশ্য কয়েক ঝলকের জন্য দেখা মিলেছে রুবেলের। নিজের বাড়ির বিছানায় বসেই সিরিয়ালের জন্য শ্যুটিং করেছেন রুবেল। এখন প্রশ্ন হল, সত্যিই কি ‘রিপ্লেস’ করা হবে সৃজনকে? এই ব্যাপারে অভিনেতা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাকে বাদ দেওয়া হবে কিনা সেটা আমাকে জানানো হয়নি, তবে আমি জানিয়েছি আমার তরফ থেকে সবরকম সহযোগিতা করব। বাড়ি থেকে বের হতে পারব না ঠিকই, তবে ইতিমধ্যেই আমার বাড়িতে একদিন শ্যুটিং হয়েছে, আগামিতেও তেমন পরিকল্পনা রয়েছে’।
শুরু থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছে সৃজন-পর্ণা জুটি। টিআরপি তালিকাতেও এক নাগাড়ে সেরা পাঁচে জায়গা ধরে রেখেছে এই মেগা। রুবেলের বাদ পড়ার জল্পনা শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়। কিন্তু মেগার ক্ষেত্রে সময় বড় দায়, তা অজানা নয় অভিনেতার। টিভি নাইনকে তিনি বলেন, ‘আমার কাছে তো এই মুহূর্তে ডাক্তারের নির্দেশ মেনে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই, তাই ধারাবাহিকের প্রয়োজনে যাই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, আমি মেনে নেব।’ এই মুহূর্তে আগের চেয়ে একটু ভালো আছেন অভিনেতা, তবে এখনও নড়া-চড়া করার ক্ষমতা নেই।
রুবেলকে নিয়ে উদ্বিগ্ন প্রেমিকা শ্বেতা। ‘নিম ফুলের মধু’ পরিবারেও চিন্তার শেষ নেই। দুর্ঘটনার দিনের কথা বলতে গিয়ে পর্ণা অর্থাৎ পল্লবী শর্মা জানান, ‘আমরা সব-রকম প্রোটেকশন নিয়েই কাজ করি, কিন্তু বিপদ তো বলে কয়ে আসে না। বাস থেকে লাফ দিয়ে নামার একটা দৃশ্য ছিল। কোনওভাবে উচ্চতা ঠিক বুঝে উঠতে পারেনি রুবেল, ওর পা-টা মুচকে গিয়েছে কিংবা নীচটা অসমতল ছিল সেই কারণে… ও এমনভাবে পড়েছে যে পায়ে চোট লাগে। আমরা ভেবেছিলাম হয়ত সেরে যাবে। কিন্তু রুবেল উঠে দাঁড়াতেই পারছিল না ঠিকভাবে, ওই অবস্থাতেও দুটো শট দেয় ও। পরে এক্স রে-তে ধরা পড়ল দুটো পা-তেই চিড় ধরেছে’। পল্লবীও জানান, দেড় মাস রুবেলকে ছাড়া কীভাবে গল্প এগোবে, সেই চ্যালেঞ্জের মুখে গোটা টিম, তবে রুবেল দ্রুত সুস্থ হোক এমনটাই প্রার্থনা তাঁর।
For all the latest entertainment News Click Here