‘ভূত-মানুষে আলাপ-বিলাপ…’, পরিচালক অনির্বাণের ‘বল্লভপুরের রূপকথা’র ঝলক প্রকাশ্যে
অভিনেতা হিসাবে তিনি কতটা খাঁটি সোনা তা এতদিনে জেনে গিয়েছে বাঙালি, আর ‘মন্দার’-এ দর্শক পেয়েছে সম্ভাবনায় ভরপুর পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। ওয়েব সিরিজের পর এবার ফিচার ফিল্ম পরিচালনায় হাতেখড়ি অনির্বাণের। হরর কমেডি জঁর ছবি হতে চলেছে ‘বল্লভপুরের রূপকথা’। বুধবার সামনে এল এই ছবির গা ছমছমে ঝলক।
থিয়েটার তাঁর শিকড়, ছবির দুনিয়াতে এসেও সে কথা ভুলে যাননি অনির্বাণ। বাদল সরকারের বিখ্যাত নাটক অবলম্বনে তৈরি করেছেন ‘বল্লভপুরের রূপকথা’। ‘বল্লভপুর’-এর পুরনো রাজবাড়ি, আর তাকে কেন্দ্র করে ঘটে চলা অদ্ভূতুড়ে কাণ্ডকারখানা নিয়ে এগোবে এই ছবির গল্প। ভূপতি রায় ভুঁইয়া বাহাদুর- রাজ পরিবারের বংশোধর। পাওনাদারদের টাকা মেটানোর জন্য একটা ফন্দি আঁটে সে। বাদশাহী চাল দেখিয়ে, বাদশাহী খানা খাইয়ে ‘জলের দর’-এ এই বাড়ি বিক্রি করতে চায় সে। কিন্তু ‘বাঙালি ভূত’ রঘুদা-র রয়েছেন সে এই রাজবাড়িতে! ঘড়ির কাঁটা রাত ১১টা ছুঁলেই আগমন হয় তাঁর। রাজবাড়ি আগলে রাজত্ব চালাচ্ছেন তিনিই। ৪০০ বছর ধরে বল্লভপুরের রাজবাড়িতে ‘ভূত-মানুষে আলাপ-বিলাপ’ চলছে। আর এই কাহিনিতে থাকছে সত্যম-সুরঙ্গনার প্রেমের ছোঁয়াও।
এই ছবিতে লিড রোলে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। থাকছেন শ্যামল চক্রবর্তী, কৃপাবিন্দু চৌধুরী, সুরজিৎ সরকার, সুমন্ত রায়, দেবরাজ ভট্টাচার্যরাও। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন, অনির্বাণ ভট্টাচার্য ও প্রতীক দত্ত। মন্দারের সুবাদে জাতীয় স্তরেও স্বীকৃতি পেয়েছেন অনির্বাণ, সদ্যই ওটিটি প্লে অ্যাওয়ার্ডে সেরা সংলাপের পুরস্কার উঠেছে তাঁর হাতে। এবার নতুন চমক নিয়ে হাজির তিনি। চলতি বছর কালীপুজোয় মুক্তি পাবে এই ছবি। বাদল সরকারের জনপ্রিয় নাটককে কতটা সফলভাবে রুপোলি পর্দায় তুলে ধরতে পারেন পরিচালক অনির্বাণ সেটাই এখন দেখবার।
For all the latest entertainment News Click Here