ভূত-প্রেত নয়, হ্যালোইন পোশাকে সবার পছন্দ RRR, বিদেশিরা সাজলেন ছবির কস্টিউমে
হ্যালোইন। ভূত-প্রেতের রাত। এদিন ভূত-প্রেতের সাজেই সাজেন পশ্চিমী দুনিয়ার অনেকে। স্থানীয় লোকসংস্কৃতিতে যে ভূত-প্রেত বা অতিপ্রাকৃতের কথা বলা আছে, সেগুলিকেই উদ্যাপন করার জন্য হ্যালোইনের রাতে এভাবে সাজেন মানুষ। কিন্তু এবার পশ্চিমী দুনিয়া সাক্ষী থাকল অদ্ভুত এক ঘটনার। এবার বিভিন্ন দেশের লোকসংস্কৃতির ভূত-প্রেতদের কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলল রাজামৌলির ‘আরআরআর’। আমেরিকার বহু জায়গায় মানুষ হ্যালোইনে সাজলেন ‘আরআরআর’-এর কস্টিউমে।
এসএস রাজামৌলির ছবি ইতিমধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসে আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করেছে। জাপানের প্রেক্ষাগৃহেও ব্যাপক সাড়া ফেলেছে এই ছবি। জাপানে মুক্তির দিনে ছবিটি আয় করেছে ১ কোটি ভারতীয় টাকা। যা এখন পর্যন্ত যে কোনও ভারতীয় ছবির জন্য সবচেয়ে বড় ওপেনিং।
আমেরিকা, জাপান-সহ বহু দেশে আয়ের রেকর্ড তৈরি করা ছবিটি তাই এবার হ্যালোইনের কস্টিউমেও ঢুকে পড়েছে। সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে অনুষ্ঠিত হ্যালোইন পার্টির একটি ছবি টুইটারে ভাইরাল হয়েছে। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত চরিত্র দু’টির পোশাকে দেখা গিয়েছে বহু মানুষকে।
টুইটারে বহু মানুষ শেয়ার করেসছেন ছবিগুলি। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত চরিত্র দু’টি হ্যালোইন পার্টিতে সবচেয়ে বেশি জনপ্রিয় হলেও, এর সঙ্গে বাঘ-ভাল্লুক অন্যান্য প্রাণীর চেহারাতেও সেজেছেনল বহু মানুষ এমনকী ছবির বেশ কিছু দৃশ্য নিজেদের মতো করে অভিনয় করারও চেষ্টা করেছেন তাঁরা।
সব মিলিয়ে এবারের হ্যালোইনের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে রাজামৌলির ‘আরআরআর’। দেখে নিন সেই হ্যালোইন পার্টির বেশ কিছু ছবি।
ইতিমধ্যেই ছবিগুলি ব্যাপক জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলেছেন, এত মজাদার অভিজ্ঞতা তাঁদের কমই হয়েছে।
For all the latest entertainment News Click Here