‘ভুল না ধরে আবেগটা বুঝুন’! আদিপুরুষ বিতর্কের মাঝেও মেয়ে কৃতির পাশে মা গীতা
‘আদিপুরুষ’ ঘিরে দেশজুড়ে বিতর্ক অব্যাহত। ভিফএক্স থেকে শুরু করে সংলাপ, কোনও কিছু নিয়েই বিতর্ক যেন থামতেই চাইছে না। চাপের মুখে সংলাপ বদলের পরেও লাভের লাভ হয়নি কিছুই। ‘আদিপুরুষ’ নিষিদ্ধ করার দাবি উঠেছে। ছবির পরিচালক, চিত্রনাট্যকার সহ কলাকুশলীদের বিরুদ্ধে দেশের বেশকিছু জায়গায় FIR-ও দায়ের হয়েছে। এই পরিস্থিতি পর্দার ‘সীতা’ কৃতির পাশেই রয়েছেন তাঁর বাস্তবের মা গীতা।
সরাসরি ‘আদিপুরুষ’-এর কথা না বললেও একটি হেঁয়ালিপূর্ণ পোস্ট করেছেন কৃতির মা গীতা শ্যানন। ঠিক কী লিখেছেন তিনি? হিন্দিতে গীতা শ্যানন লিখেছেন, ‘জাকি রাহি ভাবনা জায়সি প্রভু মুরাত দেখি তিন তাইসি। ইসকা অর্থ হ্যায় কি আছি ভেবে এবং দৃষ্টি সে দেখো তো সৃষ্টি সুন্দর হি দেখেগি। ভগবান রাম নে হুমে শিখা হ্যায় কি শবরী কে বার মে উসকা প্রেম দেখা নাকি’! এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আপনি সমস্ত কিছুতে সুন্দর দৃষ্টিভঙ্গিতে দেখুন। তাহলে এই পৃথিবীর সবকিছুই শুধু সুন্দর দেখাবে। ভগবান রাম আমাদেরকে শবরীর দেওয়া বেরির মধ্যেও প্রেম খুঁজতে শিখিয়েছেন। তার অর্থ নেই নয় যে তাঁরা অভুক্ত ছিলেন। কোনও ব্যক্তির ভুল না ধরে তাঁদের আবেগটা বোঝা উচিত।’ সবশেষে নিজের লেখার ক্যাপশানে ‘জয় শ্রীরাম’ লিখেছেন গীতা শ্যানন।
আরও পড়ুন-৮০ লক্ষ টাকা চুরি করায় ম্যানেজারকে তাড়িয়েছেন রশ্মিকা! সত্যিই কি তাই?
আরও পড়ুন-‘বাপ’ হয়েছে ‘লঙ্কা’, সংলাপ বদলে কি লক্ষ্মীলাভ করলেন ‘আদিপুরুষ’ নির্মাতারা?
আরও পড়ুন-ইউটিউব থেকে ‘কোটি’ আয়! ৯ জনের বাড়িতে হল আয়কর হানা, তালিকায় ১ জনপ্রিয় অভিনেত্রী
এদিকে ‘আদিপুরুষ’ বিতর্কে পরিচালক, চিত্রনাট্যকার মুখ খুললেও এবিষয়ে প্রকাশ্যে কোনও বিবৃতি দেননি কৃতি শ্যানন, প্রভাস কিংবা ছবির অন্যান্য তারকারা।
এদিকে ‘আদিপুরুষ’ বিতর্কের প্রভাব পরেছে ৫০০ কোটি বাজেটে তৈরি এই ছবির ব্যবসাতেও। Sacnilk.com-এর একটি প্রতিবেদন অনুসারে, মুক্তির সপ্তম দিনে এসে এই ছবি মাত্র ৫.৫ কোটি টাকা আয় করেছে। দেশের বাজারে এই ছবির আয় গিয়ে দাঁড়িয়েছে ২৬০.৫৫ কোটি টাকা। যদিও বিশ্বজুড়ে এই ছবি ইতিমধ্যেই ৪০০ কোটির ব্যবসা করে ফেলেছে। প্রথম তিনদিনেই ৩৪০ কোটি টাকা তুলে ফেলেছিল এই ছবি।
For all the latest entertainment News Click Here