‘ভুল করে ফেলেছিলাম, চাই না আজকালকার ছেলেরা এটা করুক’, বড় স্বীকারোক্তি করণের
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’। পরিচালক হিসাবে সেটাই ছিল করণ জোহরের প্রথম ছবি। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ভারতীয় সিনেমার দুনিয়ায় মাইলস্টোন’। ছবিটি ছিল ব্লকবাস্টার। তবে ২৫ বছর পর,সেই ছবি নিয়ে করণ জোহরের বক্তব্য তিনি নাকি মস্ত বড় ভুল করেছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে নিজেই নিজের সমালোচনা করেছেন করণ।
‘কুছ কুছ হোতা হ্যায়’-তে কী ভুল করেছেন করণ জোহর?
করণ জোহরের উপলব্ধি, ২৫ বছর আগে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটি বানাতে গিয়ে লিঙ্গ রাজনীতিতে বড় ভুল করেছেন তিনি। করণের কথায়, ‘আমি যেহেতু ছোট থেকে একা বড় হয়েছি, তাই লিঙ্গ রাজনীতির বিষয়ে আমার অনেক ভুল ধারণা ছিল। আমি চাইনা ছবিতে রাহুল যা যা করেছিল, তা আজকালকার ছেলেরা করুক।’
করণের কথায়, ছবিতে রাহুল (শাহরুখ)-এর মনে হয়েছিল মানুষ একবার বাঁচে, একবার মরে, প্রেমেও একবারই পড়ে, আর বিয়েও হয় একবার। ছবিতে রাহুল প্রথমে কলেজের বন্ধু টিনার প্রেমে পড়ে। আর টমবয় অঞ্জলি (কাজ) ছিল বন্ধু। টিনার মৃত্যুর পর রাহুল আবারও কাছের বন্ধু অঞ্জলির প্রেমে পড়ে, তখন অঞ্জলি তাঁর ‘টম বয়’ লুক ছেড়ে পুরোপুরি শাড়ি পরা ভারতীয় নারী। আবারও বিয়েও করেন। এক্ষেত্রে রাহুল নিজেই নিজের কাছে ভুল প্রমাণিত হয়। তবে ছবিতেও সিনেমায় গতিশীলতা দেখানো হয়েছিল।
আরও পড়ুন-শার্ট পরে গামছা কাঁধে, ঠোঁটের উপর গোঁফ আর গালে আঁচিল, ছদ্মবেশে কে এই অভিনেত্রী?
![<p>'কুছ কুছ হোতা হ্যায়'</p> <p>'কুছ কুছ হোতা হ্যায়'</p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/07/23/600x338/Kuch-Kuch-Hota-Hai_1690105246165_1690105284644.jpeg)
‘কুছ কুছ হোতা হ্যায়’
‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটি ব্লকবাস্টার হিট হলেও বহু ফিল্ম সমালোচক মনে করেছিলেন, ছবিতে পোশাক দিয়ে নারীত্বের বিচার করা ঠিক হয়নি। অনেকেই মনে করেন ছবিতে কাজলের পোশাক দিয়ে তাঁর নারীত্ব বোঝানো হয়েছে, সেটা ঠিক নয়। সেটা এক প্রকার লিঙ্গ বৈষম্যমূলক কাজ। কারণ, ছবিতে দেখানো হয়েছে, অঞ্জলি যখন টমবয় লুক ছেড়ে তথাকথিত মহিলা রূপ ধরল, তখনই রাহুল তাঁর প্রেমে পড়ল। আর সেকারণেই হয়ত আজ এত বছর বাদে করণ তাঁর ভুল স্বীকার করে নিলেন।
প্রসঙ্গত সম্প্রতি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-মুক্তির দীর্ঘ ৭ বছর পর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র হাত ধরে আবারও পরিচালনায় ফিরেছেন করণ। আর এবার তাঁর ছবিতে মুখ্য ভূমিকায় রণবীর সিং আর আলি ভাট। ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে ছবি।
For all the latest entertainment News Click Here