ভুগছেন শারীরিক সমস্যায়… অবশেষে প্রকাশ্যে শোলাঙ্কি ‘গাঁটছড়া’ ছাড়ার আসল কারণ!
কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল গাঁটছড়া নাকি শেষ হয়ে যাবে। মাঝে শোনা গিয়েছিল সব্যসাচীর রামপ্রসাদ-কে দেওয়া হবে এই মেগার স্লট। পরে তা পায় বিকেল ৬টার স্লট। এখন খবর, গাঁটছড়া বন্ধ না হলেও লিপ নিতে চলেছে লম্বা। গল্প বছর ২০ এগিয়ে যাবে। সঙ্গে আসবে নতুন মুখরা। মানে লিড হিরো হিরইন বদলাবে।
শনিবার ইদের দিন ইনস্টা স্টোরিতে তার একটা আভাসও দেন। এরপর সরাসরি মুখ খুললেন গাঁটছড়া ছাড়া নিয়ে এই সময়ের কাছে। জানালেন তাঁর ট্র্যাক শেষ হচ্ছে। বাদবাকি সবাই যেমন আছে থাকবে। আসলে মে মাসেই চ্যানেলের সঙ্গে তাঁর চুক্তি শেষ হচ্ছে। যা এই মুহূর্তে পুণরায় বাড়াতে রাজি নন তিনি। ধারাবাহিকের কাজ থেকেও নিতে চান ব্রেক। জানালেন তেমনটাই।
শোলাঙ্কির কথায়, ‘কয়েকদিন হল শরীরটা ভালো নেই। যে কারণে গাঁটছড়া ছাড়ার সিদ্ধান্তটা নিতে হল। এখন স্বাস্থের উপর একটু ফোকাস করতে চাই।’ সঙ্গে জানালেন দেড় বছর প্রায় একটানা যেহেতু কাজ করে গিয়েছেন তাই ব্রেকের দরকার ছিল। একটু বেড়াতে যাবেন। পরিবারের সঙ্গে সময় কাটাবেন।
তবে গল্প লিপ নিচ্ছে কি না বা ধারাবাহিকে নতুন চরিত্রের আগমন হচ্ছে কি না, সে ব্যাপারে মুখ খুলতে নারাজ। অভিনেত্রীর জবাব, ‘২০, ১৫ নাকি ১০ বছর এগোচ্ছে সেটা নির্দিষ্ট করে বলতে পারব না। তবে আমি পাকাপাকিভাবে বিদায় নিচ্ছি। অন্য কারও ট্র্যাক শেষ হচ্ছে না। আমারই হচ্ছে।’
তবে শোলাঙ্কি চলে যাওয়ার খবরে মন খারাপ গাঁটছড়ার দর্শকদের। এই দেড় বছরে তো খড়ি হয়ে কম ভালোবাসা পাননি। খারাপলাগা রয়েছে শোলাঙ্কির নিজেরও। জানালেন, তাঁর নিজেরও খারাপ লাগছে। এতদিন একসঙ্গে কাজ করলে সবার সঙ্গেই একটা মায়া পড়ে যায়।
তবে নিশ্চিত করলেন আপাতত গাঁটছড়া চলবে। তাঁকে ছাড়াই গাঁটছড়া চলবে। তাঁর বিশ্বাস, ভালো টিআরপি নিয়েই চলবে।
কী লিখেছিলেন শোলাঙ্কি এর আগে ইনস্টাগ্রামে?
ইদের দিনে গাঁটছড়া অভিনেত্রী ইনস্টা স্টোরিতে লেখেন, ‘জীবনে কিছুই চিরন্তন নয়, পরিবর্তন ছাড়া। আমার এক বছরেরও বেশি সময়ের জার্নি শেষ হল! স্বপ্নের মতো লাগছে, একইসঙ্গে দুঃখিত আর আনন্দিত। এই পথে কিছু অসাধারণ মানুষের সঙ্গে দেখা হয়েছে– কেউ পরিবার হয়ে ওঠেছে, কেউ বন্ধু। কেউ ছেড়ে গেছে আবার কেউ রয়ে গেছে। সবমিলিয়ে দুর্দান্ত একটা জার্নি। এবার মুভ অন করার সময়। আমি পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে আলিঙ্গন করতে প্রস্তুত’। যদিও কোথাও গাঁটছড়ার নাম অবধি নেননি, তবে দুইয়ে দুইয়ে চার করতে সমস্যা হয়নি কারওরই।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here