ভুগছিলেন চরম অর্থকষ্টে, শ্যুটিংয়ে যাওয়ার পথেই মৃত্যু ‘লাপাতাগঞ্জ’-এর চৌসারিয়ার
ফের মন খারাপ করা খবর হিন্দি টেলি জগত থেকে। প্রয়াত অভিনেতা অরবিন্দ কুমার। যাঁকে ‘লাপাতাগঞ্জ’-এর চৌরাসিয়া বলেই চেনে বেশিরভাগ দর্শক। ১১ই জুলাই শ্যুটিং সেটে যাওয়ার পথেই হার্ট অ্যাটাকের শিকার হন অভিনেতা। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে, কিন্তু শেষরক্ষা হয়নি। অভিনেতা রোহিতাশ গৌড় সহ-অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, অর্থকষ্টে ভুগছিলেন অরবিন্দ।
মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অরবিন্দ। বর্তমানে ‘ভাবিজি ঘর পে হ্যায়’ নামক সিটকমে দেখা যাচ্ছে রোহিতাশ গৌড়কে। তিনিই এই শোক সংবাদ মিডিয়ার সঙ্গে ভাগ করে নেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে অভিনেতা জানান, ‘দু-দিন আগেই দুভার্গ্য়বশত অরবিন্দ আমাদের ছেড়ে চলে গিয়েছে। লাপাতাগঞ্জ শেষ হওয়ার পরেও আমাদের ফোনে যোগাযোগ ছিল। হার্ট অ্যাটাকের জেরেই মৃত্যু হয়েছে, নিজের আর্থিক পরিস্থিতি নিয়ে খুব উদ্বিগ্ন ছিল ও’।
রোহিতাশভ আরও জানান, কোনওদিন অরবিন্দের পরিবারের সঙ্গে কথা বলবার সুযোগ হয়নি তাঁর। গ্রামে থাকত অরবিন্দের পরিবার, করোনাকালে হাতে কাজ ছিল না প্রয়াত অভিনেতার। কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন অরবিন্দ। রোহিতাশভ বলেন, ‘স্ট্রেস এমনই একটা জিনিস যা হার্ট অ্যাটাককে আমন্ত্রণ জানায়। ওর পরিবার গ্রামে থাকে, আমার সুযোগ হয়নি কখনও কথা বলার’। ইতিমধ্য়েই রোহিতাশভ এবং অরবিন্দের বেশ কয়েকজন সহ-অভিনেতা মিলে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। রোহিতাশভ জানান, ‘আমি ওর স্ত্রীর ফোন নম্বর জোগাড় করেছি। আর্থিকভাবে ওর পরিবারের পাশে দাঁড়াতে চাই, যতটা আমাদের পক্ষে সম্ভব। সেই নিয়েই পরিকল্পনা চলছে’।
মাস কয়েক আগেই ‘ভাবিজি ঘর পর হ্যায়’ খ্যাত অভিনেতা দীপেশ ভানের অকালমৃত্যু হয়, সেই সময়ও সহ-অভিনেতারা এগিয়ে এসেছিলেন তাঁর পরিবারের সাহায্যে। অভিনেত্রী সৌম্য টন্ডন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফান্ড সংগ্রহ করে দীপেশের দেনা মেটান।
প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সোনি সবে সম্প্রচারিত হয়েছে ‘লাপাতাগঞ্জ’। এই সিরিয়ালে লিড রোলে দেখা মিলেছিল রোহিতাশ গৌড়ের।
For all the latest entertainment News Click Here