ভীতু ক্যাপ্টেন বাবর শুধু মনভোলানো কথা বলেন, কাজের কাজ করেন না, আক্রমণ পাক তারকার
ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে শেষ ওভারে মহম্মদ নওয়াজকে বল করতে পাঠিয়েছিল পাকিস্তান। তবে ১৫ রান হাতে থাকা সত্ত্বেও তিনি ম্যাচ জেতাতে পারেননি। শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৬ রান। নওয়াজের ওভারে যা সংগ্রহ করে নেয় টিম ইন্ডিয়া। ম্যাচের শেষে সাজঘরে ক্যাপ্টেন বাবর আজম লম্বা-চওড়া ভাষণ দিয়েছিলেন। নওয়াজকে উদ্দেশ্য করে পাক দলনায়ককে বলতে শোনা গিয়েছিল যে, ‘চাপ নিস না, তুই আমার ম্যাচ উইনার। তোর উপর আমার আস্থা বজায় থাকবে।’
প্রাথমিকভাবে নওয়াজকে উদ্দীপ্ত করার যে চেষ্টা করেন বাবর, তা প্রশংসিত হয় ক্রিকেটমহলে। তবে সাজঘরের সেই সব কথা যে নিছক মনভোলানো, সেটাই বোঝা যায় বাকি টুর্নামেন্টে। বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের হারের পরে মহম্মদ আমির সেদিকেই দৃষ্টি আকর্ষণ করলেন ক্রিকেটপ্রেমীদের। তাঁর দাবি, আদৌ নওয়াজের উপরে ভরসা নেই ক্যাপ্টেনের। সেকারণেই তাঁকে সারা বিশ্বকাপে যথাযথ ব্যবহার করেনি পাকিস্তান।
24 News HD-র আলোচনায় আমির বলেন, ‘সারা টুর্নামেন্টে আমাদের বোলাররা সব থেকে ভালো বল করেছে। কোনও দল আমাদের হাত খুলে মারতে পারেনি। কৃতিত্ব প্রাপ্য আমাদের বোলারদের। তবে নওয়াজের বিষয়টা আমার মাথায় ঢোকেনি। প্রথম ম্যাচের পরে ড্রেসিংরুমে ভিডিয়ো তৈরি হয়েছিল যে, ’চিন্তা করিস না, তুই আমার ম্যাচ উইনার।’ তার পরে সারা টুর্নামেন্ট নওয়াজ ব্যাটসম্যান হিসেবে খেলেছে নাকি বোলার হিসেবে, সেটাই বোঝা যায়নি।’
For all the latest Sports News Click Here