ভিডিয়ো: LSG-র বিরুদ্ধে প্রথম বলেই দুরন্ত ছয়, আগে এমনটা ঘটেনি, T20-তে নজির ধোনির
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ব্যাট করতে নেমেই প্রথম বলেই ছক্কা হাঁকান ধোনি। আইপিএল কেরিয়ারে এই প্রথম বার ধোনি ব্যাট করতে নেমেই প্রথম বলে ছক্কা হাঁকালেন। এতে ধোনির আত্মবিশ্বাসই প্রকাশ পেয়েছে।
৩০ বলে ৪৯ করে শিবম দুবে আউট হলে ক্রিজে আসেন ধোনি। তখন ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান চেন্নাই সুপার কিংসের। এসেই প্রথম বলে আবেশ খানকে ওভার বাউন্ডারি মারেন। তার ঠিক পরের বলেই চার হাঁকান। নেমেই তিনি ২ বলে ১০ রান করে ফেলেন তিনি। পুরনো ধোনির ঝলক দেখে সে সময়ে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়াম জুড়ে শুধুই তাঁর নামে প্রতিধ্বনি। সাতে ব্যাট করতে নেমে ৬ বলে অপরাজিত ১৬ রান করেন মাহি। আগের ম্যাচেও হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। যদিও দু’টি ম্যাচই হেরেছে চেন্নাই।
যাইহোক ব্য়াট করতে নেমে প্রথম দুই বলে দশ রান করে প্রথম ভারতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে ৭হাজার টি-টোয়েন্টি রানের মাইলস্টোন স্পর্শ করলেন। সামগ্রিক ভাবে, বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, এবং রবিন উথাপ্পার পরে তিনি ষষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে এই নজির গড়লেন।
বৃহস্পতিবার সিএকে প্রথমে ব্যাট করে ২১০ রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় কেএল রাহুলের লখনউ। এই বছর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থা কিন্তু শুরুতেই বেশ খারাপ। পরপর দুই ম্যাচ হেরে তারা চাপে পড়ে গিয়েছে। এ দিকে প্রথম ম্যাচে হারলেও চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ে ফিরল লখনউ।
For all the latest Sports News Click Here