ভিডিয়ো: ২২গজে ফের দেখা, আবেগ ধরে রাখতে না পেরে একে অপরকে জড়িয়ে ধরলেন ধোনি-কোহলি
আজ মুম্বইয়ের ওয়াংখেড়েতে মহারণ। আর সেই মহারণে সামিল ভারতীয় দলের এমন দুই তারকা, যাঁরা এই মুহূর্তে দেশের জার্সিতে দুরন্ত ছন্দে রয়েছেন। তাঁদের হাতে আজ দুই দলের নৌকা পার করানোর দায়িত্ব। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রবীন্দ্র জাদেজার সামনে আজ বড় চ্যালেঞ্জ। আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স। সাফল্যও পেয়েছেন। কিন্তু জাদেজার আজ প্রথম পরীক্ষা। তবে শ্রেয়স, জাদেজার চেয়েও আজ সন্ধ্যের সময়ে ওয়াংখেড়েতে সকলের নজর থাকবে মহেন্দ্র সিং ধোনির উপর।
আইপিএল শুরুর দিন দুয়েক আগেই সিএসকে-র নেতৃত্ব থেকে সরে দাঁড়ান ধোনি। এই বছর আবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলিও। ভারতের দুই সুপারস্টার আইপিএলের টিমগুলে থেকে নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর, শুক্রবার অনুশীলনে প্রথম দেখা হয় দু’জনের। নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুশীলন করতে এসে ধোনিকে দেখে প্রথমে এগিয়ে আসেন কোহলিই। হাত মেলানোর পর একে অপরকে জড়িয়ে ধরেন। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তা ভাইরাল হয়।
আরসিবি-র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টেও ধোনি এবং কোহলির রি-ইউনিয়ানের ছবি পোস্ট করেছে। সঙ্গে তারা লিখেছে, ‘শুধুমাত্র কয়েকজন কিংবদন্তি অনুশীলনে ধরা পড়েছে।’
এ বার আরসিবি-র নেতৃত্বে দেবেন প্রাক্তন সিএসকে তারকা ফ্যাফ ডু’প্লেসি, যাঁকে গত মাসে আইপিএলের মেগা নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনে নেয়। রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ আরসিবি-র।
এ দিকে আজ শনিবার সিএসকে এবং কেকেআর মুখোমুখি হবে। গত বছর ফাইনালে এই দুই দলই মুখোমুখি হয়েছিল। স্বাভাবিক ভাবে আগের ম্যাচের ফাইনালেরই পুনরাবৃত্তি হতে চলেছে আজ ওয়াংখেড়েতে।
For all the latest Sports News Click Here