ভিডিয়ো: সল্টকে ফেরাতে পেপারের মতো এমন দুর্দান্ত ফিল্ডিং আগে দেখেননি নিশ্চিত
মধুর প্রতিশোধ বলা মোটেও ভুল হবে না। ভাইটালিটি ব্লাস্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মাইকেল পেপার ও ফিল সল্টের মধ্যে ফিল্ডিংয়ের যে দ্বৈরথ দেখা যায়, তা এককথায় অনবদ্য। শেষমেশ সল্টকে টেক্কা দেন পেপার।
শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ডে এসেক্সের মুখোমুখি হয় ল্যাঙ্কাশায়ার। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে এসেক্স। ইনিংসের ১২.৪ ওভারে টম হার্টলির বলে মাইকেল পেপারকে দুর্দান্ত স্টাম্প-আউট করেন উইকেটকিপার সল্ট। পেপার ৩৬ রান করে সাজঘরে ফেরেন।
পরে দ্বিতীয় ইনিংসে যখন ল্যাঙ্কাশায়ার ব্যাট করছিল, ইনিংসের ৮.৫ ওভারে ম্যাট ক্রিচলির বল লেগ-সাইডে তুলে মারেন সল্ট। বাউন্ডারি লাইনে পেপারের দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য আউট হতে হয় সল্টকে।
আধুনিক ক্রিকেটে বাউন্ডারি লাইনে রিলে ক্যাচের ছবি হামেশাই দেখা যায়। তবে এক্ষেত্রে বিষয়টা ছিল একটু ভিন্ন। পেপার ক্যাচ ধরলেও শরীরের ভারসাম্য রাখতে পারেননি। বাউন্ডারি লাইনের বাইরে চলে যাবেন বুঝেই তিনি প্রথমে হাওয়ায় বল ভাসিয়ে পুনরায় মাঠে ঢুকে বল ধরার পরিকল্পনা করেছিলেন। তবে তিনি আছাড় খেতে চলেছেন, এমন উপলব্ধির পরেই পেপার শূন্যে থাকা অবস্থায় বল ছুঁড়ে দেন অনেক দূরে থাকা বেন অ্যালিসনের দিকে। অ্যালিসন বল লুফে নেওয়ায় সল্টকে মাঠ ছাড়তে হয় ব্যক্তিগত ২৭ রানের মাথায়।
যদিও পেপারের এমন দুর্দান্ত ফিল্ডিংয়ের পরেও ম্যাচ হারতে হয় এসেক্সকে। নির্ধারিত ২০ ওভারে এসেক্স ৫ উইকেটে ১৬১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ল্যাঙ্কাশায়ার ১৫.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬২ রান সংগ্রহ করে নেয়। ২৬ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে ল্যাঙ্কাশায়ার।
For all the latest Sports News Click Here