ভিডিয়ো: মায়ান্তির কথায় ফের বিরক্ত ওয়াসিম আক্রম! প্রশ্ন থামিয়ে দিলেন কড়া জবাব
সম্প্রতি সমাপ্ত ২০২২ এশিয়ান কাপ-এ তাঁর ধারাভাষ্যের সময় ওয়াসিম আক্রম প্রথম থেকেই স্পষ্টবাদী। এমনকি প্রাক-ম্যাচ এবং ম্যাচ-পরবর্তী শোতেও তিনি নিজের মনের কথা বলতে দ্বিধা করেন না। এটি অনিবার্যভাবে সহকর্মী ভাষ্যকারদের কাছ থেকে এবং কখনও কখনও এমনকি উপস্থাপকের সঙ্গেও নিরীহ সমালোচনার দিকে পরিচালিত করে। বিখ্যাত ক্রীড়া উপস্থাপক মায়ান্তি ল্যাঙ্গার তাদের মধ্যে একজন।
ওয়াসিম আক্রমের স্পষ্ট মতামতের সমানা সামনি হতে হয়েছিল মায়ান্তিকে। পাকিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার এশিয়ান কাপের ফাইনালের পর আবারও লাইমলাইটে চলে এসেছেন মায়ান্তি ল্যাঙ্গার, এর কারণ হল ওয়াসিম আক্রমের প্রতিক্রিয়া। ২০২২ এশিয়া কাপে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে তাদের ষষ্ঠ এএফসি এশিয়ান কাপ শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।
আরও পড়ুন… একেবারে অদৃশ্য করে দিলেন! ফের ম্যাজিক দেখিয়ে ভক্তদের মন জিতলেন KKR ক্যাপ্টেন
স্টার স্পোর্টসে ম্যাচের পরবর্তী শোতে মায়ান্তি এশিয়ান কাপে পিছন থেকে শ্রীলঙ্কার ফ্লাইট সম্পর্কে একটি সহজ প্রশ্ন করেছিলেন, কিন্তু ওয়াসিম আক্রম একটি নির্দিষ্ট উত্তর দেন। এর পরেই শুরু হয়েছে সমালোচনা।
মায়ান্তি বলেন, ‘ওয়াসিম, তোমার মাথায় যে চিন্তা চলছে তা আমি বুঝতে পারছি। যে দলটিকে সকলেই এই এশিয়া কাপ থেকে গুনেছিল, নাম লেখানো হয়েছিল, সেই দলটি কাপ নেওয়ার স্বপ্ন দেখেছিল…,’
ভিডিয়ো দেখুন: ওয়াসিম আক্রম মায়ান্তিকে বাধা দিয়ে কী ভাবে উত্তর দিলেন
মায়ান্তিকে বাধা দিয়ে আক্রম বলেন, ‘আমার মাথায় কিছুই চলছে না।’ তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কা যোগ্য চ্যাম্পিয়ন কারণ তারা আজ যেভাবে খেলেছে, যেভাবে তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে সেটা অসাধারণ। শ্রীলঙ্কা আজ যেভাবে খেলেছে এবং পাকিস্তান এবং অন্যদের বিপক্ষে যেভাবে খেলেছে তার কারণে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। পাকিস্তানের সঙ্গে আমার একমাত্র সমস্যা ছিল উদ্দেশ্য।’
আরও পড়ুন… ‘কে আছে, কে নেই, আর দল নিয়ে প্রশ্ন করবেন না,’ T20 WC-র ভারতীয় দল নিয়ে গাভাসকর
এর আগে, শ্রীলঙ্কার কাছে হারের পর মায়ান্তি ভারতের বিশ্বকাপ স্কোয়াড সম্পর্কে তার মতামত জানতে চাইলে আক্রম তাঁর বিরক্তি প্রকাশ করেছিলেন। এদিন রোমাঞ্চকর ফাইনাল জেতার পরে শ্রীলঙ্কার প্রশংসা করতে চেয়েছিলেন আক্রম।
For all the latest Sports News Click Here