ভিডিয়ো: বুমরাহর বোলিং অ্যাকশন নকল করলেন পান্ডিয়া, এশিয়া কাপে খামতি ঢাকতে পারবেন?
চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। যদিও এশিয়া কাপের মঞ্চে তারকা পেসারের অভাব পূরণ করতে পারেন হার্দিক পান্ডিয়া। বোলিং দক্ষতা দিয়ে অন্য কারও পক্ষে বুমরাহর খামতি ঢাকা মুশকিল। তবে চাইলে হুবহু বুমরাহর অ্যাকশনে বল করতে সক্ষম পান্ডিয়া। নেটে সেই ঝলকই দেখালেন হার্দিক।
লসিথ মালিঙ্গার বোলিং অ্যাকশন যেমন একেবারেই আলাদা, ঠিক তেমনই জসপ্রীত বুমরাহুর বোলিং অ্যাকশনও স্বতন্ত্র। তাই জসপ্রীতকে নকল করলে তা চোখে পড়তে বাধ্য। হার্দিক পান্ডিয়া এক্ষেত্রে শুধু বুমরাহর বোলিং অ্যাকশনই নয়, বরং উইকেট নেওয়ার পরে জসপ্রীতের সেলিব্রেশন স্টাইলও নকল করেন।
হার্দিক ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে ইন্ডোরের নেটে তাঁকে বুমরাহর অ্যাকশনে একটি বল করতে দেখা যায় এবং তার পরে বুমরাহর মতোই দু’দিকে হাত ছড়িয়ে সেলিব্রেটও করতে দেখা যায়। সঙ্গত কারণেই ভিডিয়োটি ক্রিকেটপ্রেমীদের মন কাড়ে। জসপ্রীত নিজেও প্রতিক্রিয়া দেন ইনস্টাগ্রাম ভিডিয়োটি দেখে।
আরও পড়ুন:- India vs Pakistan: ‘সেই ম্যাচের কথা ভাবলে আজও ঘুম আসে না’, পাকিস্তানের কাছে কোন ম্যাচে হেরে ভেঙে পড়েছিলেন, জানালেন কপিল
হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের এঙ্গে এশিয়া কাপ খেলতে আমিরশাহি পৌঁছে গিয়েছেন। অন্যদিকে জসপ্রীত বুমরাহ বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারিয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। যদিও জসপ্রীতকে দেখে মনে হয়েছে তিনি অনেকটাই সেরে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের ট্রেনিংয়ের একটি ভিডিয়ো পোস্ট করেন বুমরাহ। সেখানে শারীরিকভাবে ফিট দেখাচ্ছে তারকা পেসারকে।
আরও পড়ুন:- NCA-তে চেনা ছন্দে বুমরাহ! তাহলে এশিয়া কাপে খেলছেন না কেন?
বুমরাহ ছাড়াও চোটের জন্য এশিয়া কাপের দলে বিবেচিত হননি টিম ইন্ডিয়ার আরও এক পেসার হার্ষাল প্যাটেল। এই মুহূর্তে বুমরাহর সঙ্গে তিনিও রয়েছেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। বুমরাহ তাঁর সঙ্গেও ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
For all the latest Sports News Click Here