ভিডিয়ো: বল লাগল স্পাইডার ক্যামেরায়, সুবিধা পেল PAK টিম, রেগে লাল রোহিত-হার্দিক
পাকিস্তানের বিরুদ্ধে ২০২২সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জন্য’স্পাইডার ক্যামেরা খলনায়ক প্রমাণিত হল। এই ‘স্পাইডার ক্যামেরা’ ম্যাচ চলাকালীন পাকিস্তান দলকে সুবিধা করতে গিয়ে ভারতীয় দলের বড় ক্ষতি করেছে। আসলে, ‘স্পাইডার ক্যামেরা’র কারণে এই ম্যাচে ক্যাচ নেওয়ার সুযোগ ছিল টিম ইন্ডিয়ার। সেই সুযোগ হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এই ঘটনার পর টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়াকে বেশ ক্ষুব্ধ দেখা গিয়েছিল।
আরও পড়ুন… নওয়াজের ‘বিতর্কিত’ নো-বল, বিরাট ‘বোল্ড’ হয়েও তিন রান, হাহুতাশ পাকিস্তানিদের
আসলে,এমনটা হয়েছিল যে পাকিস্তানের ইনিংসের ১৫তম ওভারে টিম ইন্ডিয়ার অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বল করতে আসেন। রবিচন্দ্রন অশ্বিনের এই ওভারের চতুর্থ বলে, পাকিস্তানের ব্যাটসম্যান শান মাসুদ আকাশের দিকে উঁচু শট খেলেন এবং ভারতীয় ফিল্ডারদের এই ক্যাচটি ধরার বড় সুযোগ ছিল,কিন্তু ‘স্পাইডার ক্যামেরা’র আঘাতে বল মাটিতে পড়ে যায়। ৩১ রানে ব্যাট করার সময়’স্পাইডার ক্যামেরা’র কারণে জীবনদান পান পাকিস্তানের ব্যাটসম্যান শান মাসুদ।
আরও পড়ুন… IND vs PAK: W-1-2-7nb-1w-3b-W-1w-1-টেনশনের শেষ ওভার, হৃদস্পন্দন বন্ধ হওয়ার জোগাড়,শেষ হাসি ভারতের
এই ঘটনার পর টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়াকে বেশ ক্ষুব্ধ দেখা গিয়েছিল। শান মাসুদ ৪২ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। শান মাসুদের ইনিংসের ভিত্তিতে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। ‘স্পাইডার ক্যামেরা’র কারণে শান মাসুদ ক্যাচ মিস করলে রেগে যান টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া। সেই প্রতিক্রিয়া টেলিভিশনের ক্যামেরায় দেখা যায়। আমরা আপনাকে বলি যে বলটি স্পাইডার ক্যামেরায় আঘাত করলে বলটিকে মৃত ঘোষণা করা হয়। তা আউট না হয়েই প্রাণে বেঁচে যান শান মাসুদ।
For all the latest Sports News Click Here