ভিডিয়ো: বলিউডের রণবীর কাপুরের গানে গলা মিলিয়ে ভাইরাল SRH-এর এই বিদেশি খেলোয়াড়
আইপিএল ২০২২-এ বিদেশী খেলোয়াড়দের মাঠে বেশ কয়েকবার অন্যরকম ভূমিকায় দেখা গিয়েছে। মাঠের বাইরেও বহু বিদেশি খেলোয়াড়দের নিজ নিজ দলের হয়ে মজা করতে দেখা যায়। সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদের উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরানকে একটি বলিউড গানে গলা মেলাতে দেখা গেল। রণবীর কাপুরের বিখ্যাত গানে গলা মেলালেন ওয়েস্ট ইন্ডিজের এই ড্যাশিং ব্যাটসম্যান। তাঁর এই ভিডিয়োটি সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপলোড করেছে। যেখানে দেখা যাচ্ছে দলের লেগ-স্পিনার শ্রেয়স গোপালও তাঁর সাথে বসে মুহূর্তটিকে উপভোগ করছেন।
রণবীর কাপুরের চলচ্চিত্র আজব প্রেম কি গজব কাহানির বিখ্যাত গান’তু জানে না’ গানটি মোবাইলে বাজিয়ে সেই গানের সঙ্গে গলা মেলালেন নিকোলাস পুরান। এই গানের শব্দ গুলোকে নিজের মুখেই গেয়ে চলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের তারকাকে একটি হিন্দি গান গাইতে দেখে ভক্তরা প্রশংসা করেছেন। তবে এটা প্রথমবার নয় যে কোনও বিদেশি খেলোয়াড় আইপিএলে হিন্দি ভাষা বা হিন্দি গানে গলা মিলিয়েছেন। এর আগে ডেভিড ওয়ার্নার,ডোয়েন ব্র্যাভোর মতো তারকা খেলোয়াড়দের হিন্দি গানে নাচতে দেখা গেছে। নিকোলাস পুরানের এই ভিডিয়ো আপলোড করার সময় তারা ক্যাপশনে লিখেছে, ‘ওয়েস্ট ইন্ডিয়ান আইডল।’
নিকোলাস পুরান গত বছর পঞ্জাব কিংস দলের অংশ ছিলেন। যেখানে তাঁর পারফরম্যান্স তার সামর্থ্য অনুযায়ী ভালো ছিল না। কিন্তু আইপিএলের মেগা নিলামে নিকোলাস পুরানের উপর আস্থা রেখে ১০.৭৫কোটি টাকা দিয়ে তাঁকে দলে অন্তর্ভুক্ত করে সানরাইজার্স হায়দরাবাদ। গুজরাট টাইটানসের বিরুদ্ধে পুরান ১৮ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। তাঁর এদিনের ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা। এদিন গুজরাট টাইটানসকে ৮ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
For all the latest Sports News Click Here